এক জোছনার স্বপ্নীল রাত; দুই নয়নে দেখে! তিন চাকার রিক্সায় যায়; চার চাকায় বাড়ি আসে! পাঁচ তলাতে কড়াঘাত করে; ছয় তলা ছাদে ওঠে! সাত আসমানে অবাক দৃষ্টি; আটটা বেজে গেছে! নয় ছলা-কলা, নয় অন্তহীন যাত্রা; দশ দিকেতে চেয়ে! এগারোর দিকে কাটা ঘুরলে, মা খেতে ডাকে! বারোর দিকে ছুটছে ঘড়ি; বিছানা ডাকে হাত মেলে! ঘড়ির কাটা অবিরাম চলে; শুধু আমিই নিজেকে রাখি ফেলে! (ঘড়ির ১২ ঘন্টার ঘর দেখে ইচ্ছে হলো প্রতিটি ঘরকেই উৎসর্গ করে কিছু লিখি! প্রতি লাইনের প্রথম শব্দে ১ থেকে ১২ পর্যন্ত ব্যভার করা হয়েছে!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।