আমাদের কথা খুঁজে নিন

   

অবাক হই, অবাক!!! ভাবনা জুড়ে আজ কেবলই প্রশ্ন আর প্রশ্ন...



অবাক হই ভীষণ! অবাক!! যখন দেখি আমাদেরই অর্থে আমাদেরই নিরাপত্তা আর দেশের রনরাপত্তা আর সার্বভৌমত্ত রক্ষায় নিয়োজিত দুই বাহিনী [সেনাবাবিনী ও বিডিআর] যুদ্ধ করে নিজেদের মধ্যে! যখন তাদেরই গুলির আঘাতে প্রাণ দিতে হয় আমাদের... এ দায়ভার কে নিবেন? যারা এ কাজ করেছেন তাদের সাধারণ ক্ষমা করা হচ্ছে। কিন্তু যারা প্রাণ দিলেন তাদের জীবন ফিরিয়ে দিতে পারবেন কেউ? কিঙবা তাদের পরিবারের আহাজারি থামাবেন ক করে? তারা যদি দাবি করেন তাদের হত্যার বিচারের, তবে? দেশের গোয়েন্দা বিভাগগুলো কী করছিলেন এতদিন? তারা কী কোনো তথ্যই পাননি? তা কী করে সম্ভব? তাহলে সরকারকে কেন জানালেন না তারা? কেন এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার আগে সরকার জানতে পারলেন না কিছুই? নাকি ধরে নেবো সরকার জেনেও না জানার ভান করেছেন? বিডিআর জোয়ানরা যে তথ্য দিলেন, তা যদি সত্য হয়, তবে কেন সেনাবাহিনীর এতসব দুর্নীতি সহ্য করতে হলো আমাদের? বিশ্ববাসী আজ বিস্ময় নিয়ে দেখরো আমাদের এ র্কীর্তি। লজ্জায় আজ মাথা হেট হয়ে যায়। এ লজ্জা কী করে লুকাই? ক দিয়ে? এমনি হাজারো প্রশ্ন আজ মাথা কুড়ে খাচ্ছে। এসব প্রশ্নের উত্তর কোথায় পাবো? কে দেবেন? কে নেবেন এর দায়ভার? আমরা আজ জেনে গেছি আমাদের কোনো নিরাপত্তা নেই। জেনে গেছি আমাদের দেশ আজ নিরাপত্তাহীন! আমরা আজ কার কাছে নিরাপত্তা চাইব? আমরা এমনি করেই দিনে দিনে ক্রমেই একটি অসহায় জাতি হিসেবে মাথা নত করতে করতে আরো নত হয়ে যাবো? ভাবনা জুড়ে কেবলই প্রশ্ন আর প্রশ্ন। উত্তর তো নেই। সমাধান জানা থাকলেও, বাস্তবায়নের সাধ্য তো আমাদের নেই। ভালো লাগছে না আজ কিছুই। লজ্জায় আজ দাবি জানাতেও ভুলে যাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.