মানুষ মরেনা কখনো বিপিএলের ফাইনাল দেখতেছি। ঢাকা গ্ল্যাডিয়েটর ফিল্ডিং করতাছে। সব ইন্সট্রাক্সন আর ডাকাডাকি করতাছে শহিদ আফ্রিদী। ক্যাচ ধরতাছে ফাকিস্তানীরা, ছাড়তাছেও হ্যারা, উল্লাস করতাছে হ্যারা, ঝারীও মারতাছে আফ্রিদী! আমি জিগাই ঢাকা গ্ল্যাডিয়েটরের ক্যাপ্টেন কেডা? ভাব দেইখা তো মনে হয় আফ্রিদী। খেলার মাঠ দেইখা মনে হইতাছে পশ্চিম পাকিস্তানেই আমরা আছি...... জানি অনেকে মাইন্ড করবেন! কিন্তু আফ্রিদীর ইন্সট্রাক্সন দেওয়া ক্যাপ্টেনের মতন আর ফাকিস্তানী প্লেয়ারগো ঝারি মারাটা আমার সহ্য হইতাছে না। আপনাগো হইলে আমার চামড়া চিকন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।