বারান্দায় দাঁড়িয়ে পথ চেয়ে আছি
শান্তি আসে না,
গাড়ী চলে, রিকশা চলে, বিমানও চলে
কোন যানে চড়ে আসে শান্তি?
দৃষ্টির পথ ধরে অনুভবের আহবানেও
আসেনা শান্তি।
পায়ে চলা পথ বেয়ে কিংবা নৌকায় পাল ধরে
আসবে কি শান্তি?
হয়ত কখনও ফাল্গুনী বাতাসে
ভেসে ভেসে সুখের আভাসে
এসে যাবে শান্তি।
অথবা যখন হতাশ থাকি
হয়ত আকস্মিক খেয়ালের বেশে
এসে যাবে শান্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।