আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির ঘুম

আমার ব্যক্তিগত ব্লগ

ঘুমাতে আমার এতো ভাল লাগে যে ছাত্র জীবনে ১০/১২ ঘন্টা ঘুমাতাম। আমার ছোট মামা বলতেন, ছোট থাকতে নাকি আমি সহজে ঘুমাতাম না, স্কুলে পড়ার সময় নাকি সেই ঘুম পূরন করছি। আসলে মাথায় বেশি চিন্তা না থাকলে ঘুমানোর সমস্যা হবার কথা নয়। আমার ধারনা। এখন যেদিন কোনমতে ৫ ঘন্টা ঘুমাতে পারি, দিনটা ভাল মনে হয়।

কোন কারনে সময়মতোন ঘুমাতে না পারলে আবার ঘুমানোর সময় বের করাটা খুব মুশকিল হয়ে যায়। কারন শাফিন (আমার ২ বছরের ছেলে) না ঘুমালে আমাকে ঘুমাতে দেয় না। একদিন এতো খারাপ লাগছিল যে, ঘরের সব দরজা বন্ধ করে শুয়েছি, আর শাফিন কিছুক্ষন পরপর ডেকে তুলছে তার ফরমায়েশ পূরন করার জন্য। আমি ওর কাজ করে দিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে পরছি। কিছুক্ষন পর মনে হলো বেশ কয়েকমিনিট ওর কোন সাড়া শব্দ নেই।

এরমধ্যে ও আমার কাছে চলে এসেছে। দেখি সাড়া গায়ে কাপড় ধোয়ার গুড়া সাবান মাখানো, কিছু খেয়েও ফেলেছে। ঘাড় তুলে দেখি মেঝেতে গুড়া সাবান ছড়িয়ে ফেলেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।