আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির পথ



আমরা সবাই শান্তি চাই। বড় আপেক্ষিক এর অর্থ। ভোগ বাদীর ভোগেই শান্তি। সাম্রাজ্যবাদী সাম্রাজ্য বিস্তার ও বিকাশে শান্তি, ত্যাগীর ত্যাগেই শান্তি, সেবকের সেবাই শান্তি, জ্ঞানীর জ্ঞান সাধনাই শান্তি। ব্যাক্তি ও বিশ্বাস ভেদে এর সংগাও বহুমাত্রিক।

এর মধ্য থেকে আপনি খুজে নিন কোন টাতে আপনার শান্তি। তবে আপনি সেই প্রকৃতির নিশ্চিত । এই শান্তির অন্বেষাতেই ধর্মের গোড়াপত্তন। যুগে যুগে কালে কালে ধর্ম এসেছে এই শান্তির পথ সন্ধান দিতেই। যারা সফল হয়েছে অনুভবে, ধারন করেছে মৌলিকত্ব তারা পেয়েছে সে চিরন্তনী শান্তি।

আগমনের ক্রমাবর্তনে সবশেষে এসেছ ইসলাম, যেমন শুরুতেও তাই ছিল শান্তির পথ। ইসলাম তার ব্যাপকতা নিয়ে আজো সেই শান্তির পথেই ডাকছে সবাইকে। সমস্যা যেটুকু আমাদের বোঝা না বোঝার। আমরা যে প্রি-সেটেলড মাইন্ড নিয়ে সন্ধানে নামছি তাতেই গোড়ার গলদ। যেমন ইসলাম অর্থ শান্তি তেমনি বাস্তবেও তাই।

তবে প্রচলিত যে ধর্মের কাঠামো দেখছি, যে ব্যাখ্যা শুনছি তাতে যেমন ঘাটতি রয়েছে, তেমনি রয়েছে আমার ব্যাক্তি অনুসন্ধিতসার অভাব। আর তাতেই সত্য রয়ে যাচ্ছে সূদুরপরাহত। সত্যি যদি শান্তি খুজি চলুন প্রচলিত বোধ এবং ব্যাখ্যা থেকে প্রথমে নিজে মুক্ত হই। তারপর অনুসন্ধিতসু হই এবং সকল প্রাপ্ত জ্ঞান এবং ব্যাখ্যা থেকে খুজে নেই আপন চিরন্তনী সত্য পথ। তবেই সে প্রাপ্তি হবে ব্যঞ্জনাময়, সফল এবং দ্ব্যার্থবোধক।

তখন আমরা যেমন নিজে আলোকিত হবো, সক্ষম হবো সমাজকেও আলোকিত পথের সন্ধান দিতে। আল্লাহ আমাদের সহায় হোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।