আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির পরশে



সুবর্ন গা্ও । প্রকৃতির সবুজ ছোয়া । লতা পাতায় ঘেরা যেন কোয়াশাচ্ছন্ন বিচ্ছিন্ন দ্বীপ । চারিদিকে মিষ্টি সুবাতাস । অনেক খানি সরলতা ।

একটু তারুন্যের ছোয়া । পাখ পাখালির কিচির মিচির রব । গাছের পাতার ফাকে মিষ্টি রোদের আলপনা । বটের তলায় দশ রকমি কেচছা গান । হাহাকার প্রচন্ড খড়ার ।

বন্যায় ভেসে যা্ওয়া ঘরের পর ঘর । খড় কুটোর মত ভাসন্ত সব । অথৈই পানির জেগে থাকা ছোট্ট উঠুনে বসে গোল হয়ে লুডু খেলা । ভেজা সেত সেতে মাটিতে নখের আচরে কাটা বউচি । ভিশন হৈ হুল্লুর ।

টই টুম্বুর, দিগন্ত বিস্তৃত বিলে দল বেধে সাতার কাটা । শাপলা , শালুক তুলে বাড়ি ফেরা । মুখে বিবজয়ের হাসি । অবশেষে শালুক খেয়ে ক্ষুধা মেটে , তৃষ্না মেটে বন্যার জলে । অ . . . ভুলে গেছি বরশি দিয়ে মাছ ধরা আর নৌকা বা্ওয়ার কথা বলতে ।

অত:পর একটি শিশুর লাশ পানিতে ভেসে উঠে । হয়তো ক্ষুধার তারনায় হাড্ডিসার কাতর ছেলেটি, পানিতে ঝাপ দিয়েছিল খাবারের আশায় । সুপেয় তরল তাকে টেনে ধরে রাখলেওে শিশুটি তাকে স্পর্শ করতে পারেনি । প্রচন্ড তৃষ্নায় বুক ফেটে যাচ্ছিল তার । ভেসে...ডুবে কাক ফাটা রৌদ্রের তৃষ্নার্ত পথিকের মতই মৃত্যু হল নেঙটুর ।

। পানিতে ভেসে পানিহীন তৃষ্নার হাহাকার নিয়ে ওপারের সবুজে চলে গেল সে । মায়ের আহাজারিতে ভারি হয়েছিল গা্ওয়ের আকাশ । ক দিন পর সব স্বাভাবিক । তবে সে হাড্ডি সার ছেলেটি এখন ডানা মেলে ঝাপটে বেড়ায় পুরো পৃথিবী ।

তার মুখে সুখের চিকন হাসি । কি তৃপ্তির ছোয়া ! চিঁকার করে যেন সবাইকে ডাকছে বন্ধুরা থেকোনা এ অভিশপ্ত পৃথিবীতে । চলে এস , এসনা । আমরা একসাথে ঘুড়ে বেরাই . . .খো্ওয়াপ পরার নিশ্চয়তা পেলে এমসইতো হয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।