আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলংকান পুলিশের ভালবাসা

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। একবার আমার মেয়ে আর তার মা দেশে যাবে। আমি বিমান বন্দরে গেছি বিদায় জানাতে। টার্মিনাল ভবনে প্রবেশের সময় পুলিশ পাসপোর্ট আর টিকিট চেক করে।

অনেক বড় লাইন। তাই একটু বিরক্ত হচ্ছিলাম। সামনে হঠাৎ দেখি এক মজার ব্যাপার। এক মহিলার পাসপোর্ট চেক করার পর পুলিশ বলছে: আমি তোমাকে ভালবাসি! ভদ্র মহিলা দারুণ বিব্রত। এমন কথা হয়তো কেবল ছাত্রী জীবনেই শুনেছেন ছেলেদের কাছ থেকে।

এই বয়সে কোন এক ভিনদেশী পুলিশের কাছ থেকে যে এমন প্রেমের প্রস্তাব শুনতে হবে এটা তিনি ভাবতে পারেননি। আমি তো অবাক। তাকিয়ে দেখি মধ্যবয়স্ক এক মহিলা। হাতে সবুজ পাসপোর্ট । সাথে আরো কয়েক জন ভদ্রলোক।

লাগেজ স্ক্যান করার পর ভেতরে গেলাম। তাদের সাথে কথা বলার সুযোগ পেলাম। তারা বাংলাদেশের সরকারী প্রতিনিধি দলের সদস্য। কলম্বো সফর শেষে দেশে ফিরে যাচ্ছেন। যে পুলিশটি চেক করছিল সে এক সময় মধ্যপ্রাচ্যে ছিল।

সেখানে অনেক বাংলাদেশীর সাথে তার বন্ধুত্ব ছিল। ফলে সে জানে - I Love you- এর বাংলা আমি তোমাকে ভালবাসি। বাংলাদেশী পাসপোট হাতে বাংলাদেশী নারী । পুলিশটি দারুণ খুশী। প্রতিনিধিদলের নেতা একজন ভদ্রলোক।

তিনি মনে হয় সচিব জাতীয় কিছু একটা হবেন। তিনি পরিস্থিতি হাল্বকা করার জন্য বললেন- মিজ অমুনক- পুলিশটি তো আপনার ছেলের মতোই। সে তো আপনাকে মায়ের মতো ভালবাসতেই পারে। সে যা হোক। বাংলাদেশে এখন শ্রীলংকান দের অনেক কাজ আছে।

ঢাকার গুলশানের কোন বড় শপিং সেন্টারে ( আগুরা, মাগুরা জাতীয় দোকানে গেলে দেখবেন- অনেক শ্রীলংকান বাজার সদাই করছে। তাদের মধ্যে কোন মিস লংকা যদি থাকে তাহলে তাকে I Love you বলতে চাইলে যদি শ্রীলংকান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে- mama obata adarei! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.