আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের পক্ষে বাজি ধরে শ্রীলংকান ফলবিক্রেতার মৃতু্য

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিজের দেশ শ্রীলঙ্কার হয়ে বাজি ধরার সাহস ছিল না তার। উল্টো বিপক্ষ দলের হয়েই ৩০০ ডলারের বাজি ধরেছিলেন শ্রীলঙ্কার এক ফলবিক্রেতা ৷কিন্তু গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখানো ভারতীয় দল যে ফাইনালে এভাবে মুখ থুবড়ে পড়বে তা স্বপ্নেও ভাবেননি ওই ব্যক্তি৷ তাই ভারত ম্যাচ হারার পর নিজের এতগুলো টাকা হারানোর শোক আর নিতে না পেরে হূদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয় তার৷
 
 
সংবাদসংস্থা এএফপিকে শ্রীলঙ্কার এক পুলিশ অফিসার জানান,  শ্রীলংকার গামাফা শহরের এক বই বিক্রেতার কাছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারতের পক্ষে ওই টাকা বাজি ধরেন তিনি৷ ওখানে বসেই ম্যাচও দেখেন৷ কিন্তু শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাবে তা একেবারেই ভাবেননি ওই ফল ব্যবসায়ী।' এই নিয়ে নাকি দ্বিতীয়বার ভুল দলের উপর বাজি ধরেছিলেন তিনি৷
 
এর আগে ২০১২ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার উপর ১১০০ ডলার বাজি ধরেছিলেন তিনি৷ কিন্তু সেবারও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায়৷ ফলে দু'দুবার টাকা হারানোর শোক সহ্য করা তার পক্ষে আর সম্ভব হয়ে উঠেনি৷

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.