আমাদের কথা খুঁজে নিন

   

আপনার সরলতা ও আবেগের সুযোগ নিয়ে মিথ্যা, গুজব ও রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে ফেসবুকে - কিভাবে ঠেকাবেন?

চাকাগুলো ঘুরে ঘুরে সাইকেল চলে যায় আপনার সরলতা – আবেগের সুযোগ নিয়ে মিথ্যা, গুজব ও রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে আপনার ফেসবুক ওয়াল/লাইক/শেয়ার ব্যবহার করে। আপনার একটি লাইক/শেয়ার/কমেন্ট মানে ঐ মিথ্যাটি কমপক্ষে ১০০ জনের কাছে পৌছানো। ঐ ১০০ থেকে প্রতি ক্লিকে এক হাজার - এটা জ্যামিতিক হারে প্রসার লাভ করে। এমন একটা ছবি কেউ পোষ্ট করলো এই বলে যে এটি বিএসএফ বা ইসরাইলীদের নৃশংশতা [ অথচ আসলে ছবিটি ভিয়েতনাম যুদ্ধে মার্কিনিদের কান্ড, South Vietnam, 24 February 1966. American troops drag the body of a Viet Cong soldier. Photo Credit: Kyoichi Sawada ] যে কোন সংবেদনশীল ছবি/পেজ/স্ট্যাটাস কে লাইক/শেয়ার/কমেন্ট করার আগে খুব সহজে তার সত্যতা যাচাই করে নিন। কিভাবে করবেন: প্রথমে বের করুন ছবি, পেজ বা স্ট্যাটাসটির উৎস কে।

পেজ ভিউ হলে ছবির নিচে বাম দিকে বা অ্যালবাম ভিউ হলে ছবির ডানে উপরে প্রোফাইল পিক আইকন সহ প্রফাইল বা পেজের নাম/লিঙ্ক পাবেন। সেটাতে ক্লিক করে ঐ পেজ বা প্রফাইলে গিয়ে তার ওয়াল, অন্যান্য পোষ্ট ও ছবিগুলো দেখুন – সবই যদি একই রকমের হয়, কোন বিশেষ দল বা মতের কোন উদ্দেশ্য নিয়ে করা হয়, বা মানুষকে বিভ্রান্ত করার জন্য বা ঘৃণা ছড়ানোর জন্য করা হয় তহলে বুঝবেন সে প্রপাগান্ডা করছে, তার ছবি/পেজ/স্ট্যাটাস সত্য যাচাই না করে লাইক/শেয়ার/কমেন্ট করবেন না। ছবির উৎস বের করুন: আপনার হোম পেজে হঠাৎ দেখলেন একটা মানুষকে নৃশংশভাবে পিটিয়ে মারার ছবি – আবেগঘন ক্যাপশনে দেখলেন ‘ক’ দলের লোক ‘খ’ দলের লোককে পিটিয়ে মারছে বলে সেখানে লেখা রয়েছে। আপনার মনটা ক্ষুব্ধ হয়ে গেল এই অমানবিকতার চাক্ষুষ প্রমাণ দেখে। ক্ষোভ মানেই যুক্তি-বুদ্ধীর বিলোপ - এই দুর্বল মুহুর্তেটাই প্রপাগান্ডাকারী খুজছিল আপনার মনে মিথ্যা করে কারও বিরুদ্ধে ঘৃণা জন্মে দেবার জন্য – কিন্তু ছবি টা কি সত্যি? ক্যাপশনটা যা দাবী করছে তা কি ঠিক? না কি অন্য কোন ঘটনার ছবি এনে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে? বের করা খুব সহজ: যে ছবিটির উৎস বের করতে চান সে ছবিটির উপর মাউস নিয়ে রাইট ক্লিক করুন।

রাইট ক্লিক মেনু থেকে ক্রোম ব্রাউজার হলে “copy image URL” বা ফায়ারফক্স হলে “Copy Image Location” সিলেক্ট করুন। এবার গুগল সার্চ পেজে যান [ http://www.google.com ], উপরের বার থেকে "Images" সিলেক্ট করুন [অথবা সরাসরি যান http://www.google.com/imghp ]। এবার দেখবেন ইমেজ সার্চ বক্সের ডান দিকে একটি ছোট ক্যামেরার ছবি, ওটাতে ক্লিক করুন। নতুন একটা বক্স খুলবে “Search by image”, এই বক্সে রাইট ক্লিক করে আগে কপি করা ইমেজ লিঙ্কটি “Paste” করুন। দেখবেন যে ছবিটির উৎস বের করতে চাচ্ছেন, ওয়েবে যত যায়গায় সেই ছবিটি আছে তার প্রায় সবগুলো চলে এসেছে।

কয়েকটিতে ক্লিক করলেই বুঝবেন ছবিটি আসলে কিসের। যদি সত্য হয় ভাল, সত্য না হলে ঐ প্রপাগান্ডাকারীকে ব্লক করুন – আপনার প্রতিদিনের সঙ্গী ফেসবুক পতাটিকে কলুষিত করার, আপনার সরলতা ও আবেগকে মিথ্যা ও নোংরা রাজনৈতিক কাজে লাগাবার অধিকার কারও নেই। ফেসবুক আমাদের এক অসাধারণ সুযোগ করে দিচ্ছে নিজের কথা বা মিডিয়ার উপেক্ষিত তথ্যা সারা বিশ্বকে জানাবার, আসুন এই সুযোগের অপপ্রয়োগ যারা করছে তাদের সহযোগীতা করা থেকে বিরত থাকি, তাদের প্রতিহত করি। * সব ছবি উদাহরণ হিসাবে ব্যবহৃত, কোনটি নেট থেকে নেওয়া। * All photographs were used as exampless and some were taken from the internet. সৌজন্যঃ সিরাজুল হোসাইন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.