এক ব্যক্তি এক বুযুর্গকে প্রায়ই গালি দিত। প্রতিবার গালির বিনিময়ে বুযুর্গ ঐ ব্যক্তির জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিতেন। একদিন লোকটি ভাবলো, বুযুর্গ তো আমার উপকারই করছেন। সুতরাং তাঁকে গালি দেয়া উচিৎ নয়। এই ভেবে সে গালি দেয়া বন্ধ করে দিলো।
সেইদিন থেকে বুযুর্গও তাঁকে হাদিয়া পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে বুযুর্গ বললেন: ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতোদিন আমাকে মাল দিয়েছ, আমি তার বিনিময়ে তোমাকে হাদিয়া দিয়েছি। এখন তুমি মাল দেয়া বন্ধ করে দিয়েছ, তাই আমিও হাদিয়া দেয়া বন্ধ করে দিয়েছি।
লোকটি বললো: কৈ, আমিতো আপনাকে কখনো কোনকিছু দিতাম না। বুযুর্গ বললেন: তুমি যতবার আমাকে গালি দিয়েছ ততবার তুমি তোমার নেক আমল আমার আমলনামায় স্থানান্তর করেছ। বিনাশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি আমাকে গালি দেয়া বন্ধ করায় আমার আর সেই উপকার হয় না। তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।
আল্লাহ আমাদের সবাইকে নেক আমল হেফাযত করার তৌফিক দান করুন (আমিন)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।