হলুদ এবং কালো ডোরা, নীল চোখ এবং দুটি সুঁচালো শিংযুক্ত নতুন প্রজাতির সাপের খোঁজ পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী টিম ডেভেনপোর্ট। নতুন প্রজাতির এ সাপের নাম রেখেছেন তার মেয়ের নামে ‘মাতিল্ডা হর্নড ভাইপার’।
নতুন প্রজাতি হিসেবে একে চিহ্নিত করা হয়েছে। -গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘জুটাক্সা’ সাময়িকীতে।
ডেভেনপোর্ট জানিয়েছেন, মাতিল্ডা সাপটি ২ ফিট বা তার চেয়েও বড় হয়।
সাপটি দেখতে যেমন হিংস্র তেমনি বিষাক্তও। আর এ সিং থাকায় তা আরো বেশি ভয়ংকর দেখায়। তবে এর আচরণ ঠিক উল্টো।
গত তিন দশকে ভাইপার শ্রেণীর নতুন সাপ আবিষ্কারের সংখ্যা কেবল ৩টি। দক্ষিণ পশ্চিম তাঞ্জানিয়ায় গত দুই বছর আগেই এটির সন্ধান পাওয়া যায়।
তবে আরও গবেষণার জন্য তথ্য গোপন রাখা হয়েছিল। ওয়াইর্ল্ডলাইফ কনজারভেশন সোসাইটি নতুন সাপটির আবাসস্থলের সঠিক তথ্য এখনও প্রকাশ করেনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।