........... লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে বাংলাদেশ সময় আজ সকালে বসেছে একাডেমী অ্যাওয়ার্ডের ৮৪তম আসর। যে আসরে সেরা অভিনেত্রী ও অভিনেতা হিসেবে অস্কার নিজের করে নিয়েছেন মেরিল স্ট্রিপ এবং জ্যঁ দুজারদ্যঁ। তবে অস্কার জেতার সংখ্যার দিক থেকে সেরাদের মিছিলে এগিয়ে আছে ‘হুগো’। এ ছবিটি জিতেছে পাঁচটি একাডেমী অ্যাওয়ার্ড। তবে ‘হুগো’ আর ‘আয়রন লেডি’ টপকে সব উত্তেজনা আর কৌতূহলের অবসান ঘটিয়ে সেরা ছবির অস্কারটি ঘরে নিয়ে গেল নির্বাক ছবি ‘দি আর্টিস্ট’।
যে ছবির অভিনেতা জ্যঁ দুজারদ্যঁ অস্কার লড়াইয়ে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটদের মতো তারকাদের হারিয়ে নিজের ঝুলিতে ভরে নিয়েছেন সেরার অস্কারটি। তবে সেরা অভিনেত্রীর অস্কারটি ‘দি আয়রন লেডি’ মেরিল স্ট্রিপের কাছ থেকে নিতে পারেনি কেউ। বিলি ক্রিস্টালের উপস্থাপনায় অস্কার আসরে এসে জড়ো হয়েছেন জর্জ ক্লুনি, মেরিল স্ট্রিপ, অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, মিশেল উইলিয়ামের মতো সব তারকা। তাদের উপস্থিতিতে কোডাক থিয়েটারের তিন হাজার ৪০০ আসন তারায় তারায় পরিপূর্ণ। সবশেষ অস্কার আপডেটে দেখা যাচ্ছে- সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে দি আর্টিস্ট, সেরা অভিনেত্রী মেরিল স্ট্রিপ (দি আয়রন লেডি), সেরা অভিনেতা জ্যঁ দুজারদ্যঁ (দি আর্টিস্ট), সেরা পার্শ্ব অভিনেতা ক্রিস্টোফার প্লামার (বিগিনারস), সেরা পার্শ্ব অভিনেত্রী অক্টেভিয়া স্পেনসার (দি হেল্প), সেরা অ্যানিমেটেড ছবি র্যাঙ্গো, সেরা চিত্রনাট্য রবার্ট রিচার্ডসন (হুগো), সেরা শিল্প নির্দেশনা ডান্টি ফেরেটি এবং ফ্রান্সেসকা লো শিয়াভো (হুগো), সেরা কস্টিউম ডিজাইনার মার্ক ব্রিজেস (দি আর্টিস্ট), সেরা পরিচালক মিশেল হাজানাভিশাস (দি আর্টিস্ট), সেরা ডকুমেন্টারি টিজে মার্টিন, ড্যান লিন্ডসে এবং রিচ মিডলেমস (আনডিফিটেড), সেরা সম্পাদনা ক্রিক ব্যাঙটার এবং অ্যাঙ্গাস ওয়াল (দি গার্ল উইথ দি ড্রাগন ট্যাটু), সেরা বিদেশী চলচ্চিত্র এ সেপারেশন-ইরান, সেরা মেকআপ দ্য আয়রন লেডি (মার্ক কোলিয়ার এবং জে. রয় হেল্যান্ড), সেরা সংগীত পরিচালনা লুডোভিক বোরসে (দি আর্টিস্ট), সেরা সংগীত ‘ম্যানস অর মাপেটস’-ব্রেট ম্যাকেঞ্জি (দি মাপেটস), সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম দ্য ফ্যান্টাস্টিক ফ্লাইং বুক অফ মি. মরিস লেসমোর।
সেরা সাউন্ড এডিটিং ফিলিপ স্টকটন এবং ইউগেন গের্টি (হুগো), সেরা সাউন্ড মিক্সিং টম ফ্লেইসম্যান এবং জন মিডজলে, সেরা ভিউজুয়্যাল ইফেক্ট হুগো, সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড) দি ডিসেনডেন্টস এবং সেরা চিত্রনাট্য (অরিজিনাল) মিড নাইট ইন প্যারিস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।