এবার অস্কার মাতিয়েছে ‘স্লামডগ মিলিওনেয়ার’। সেরা ছবি আর সেরা পরিচালকসহ ৮টি ক্যাটেগরিতে পুরষ্কার জিতে নিয়েছে ভারতের মুম্বাই শহরের পটভূমিতে তৈরী এ চলচ্চিত্র। আর এ আর রহমান জিতে নিয়েছেন সেরা গান ও সেরা মিউজিক স্কোরের পুরষ্কার। এ আর রহমানের এ গানের কথা যে অস্কারের আসরেও ফলে যাবে এটা খুব অপ্রত্যাশিত ছিল না। আগে থেকেই বলাবলি চলছিল, স্লামডগ মিলিওনেয়ার এবার অস্কার জিতে নিতে পারে।
কিন্তু সেরা দুটি পুরষ্কারসহ আটটি পুরষ্কার জিতে নেয়াটা বোধ হয় কেউ-ই কল্পনা করেনি।
ভারতীয় কম্পোজার এ আর রহমান অস্কার পেলেন সেরা সঙ্গীত ও সেরা মিউজিক স্কোরের জন্য।
বম্বের এক ছন্নছাড়া বস্তি থেকে ভাগ্যতাড়িত এক শিশুর বিখ্যাত হয়ে ওঠার এ কাহিনি জিতে নিয়েছে অ্যাডাপটেড স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি, সাউন্ড মিক্সিং, ফিল্ম এডিটিংয়ের পুরষ্কারও।
এদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন টাইটানিক খ্যাত কেট উইন্সলেট। ‘দ্য রিডার’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের ছয় বাবের বার তার ভাগ্যে শিকে ছিড়লো।
আর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন শন পেন ‘মিল্ক’ ছবির জন্য।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্পেনিস অভিনেত্রী পেনালোপ ক্রুজ। আর পার্শ্ব অভিনেতা হিথ লেজার।
তবে রবিবারের পুরো আসরের ঝলমলে রাত ছিল শুধুই স্লামডগ ওয়ালাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।