খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... আগে জানতাম লংমার্চে সবায় হাইট্যা যায়। । অর্থাৎ মার্চ করতে করতে যায়। এখন দেহি ওমা তেনারা বাসে করে লংমার্চ করে। ।
কই যাই কি যে কই..কিচ্ছু ভাল্লাগেনা। । একটা লংমার্চ ডাইক্যা দিমুনাকি। । বুঝতাছিনা তো।
। বেশি কথা কইলেই কইবেননে আমি কই। । থাক কমুনা। ।
এতো বাস ভাড়া কইরা ঢাকায় আইবো হেফাজতে আইুক। এছাড়া কি কইতে পারি। । তয় একখান কথা এ বাস ভাড়া নাকি ইসলামি ব্যাংক পরিশোধ করবে উইথ আউট ইন্টারেস্ট। ।
উনারা তো আবার সুদ খাননা। । সুদরে কন ইন্টারেস্ট। । মনে মনে ভাবি এ খেলা না খেইল্যা যদি এ টাকাগুলান মাদ্রাসার ইতিম ছাত্রদের ভরন পোষনে খরচ করতো তয় কত্তোই না ভালোই হতো।
। আমার ভালা দিয়া তো তাগো কামনাই। । এ লংমার্চ না করলে তো হেফাজতে ইসলাম নামে যে পলিটিক্যাল পার্টি ছিল আমরা জানতামই না। ।
এখন জামাত শেষ। । হেফাজতে পালা শুরু। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।