ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... ভারতের রাজস্থানের Deshnoke শহরের একটি মন্দিরে ইঁদুরের পুজা করা হয়।হাজার ইদুঁরের বসবাস সেখানে।ভক্তরা ইঁদুরকে পরম শ্রদ্ধায় খাবার দেন।নিজেরা ইঁদুরের সাথে বসে খান।পৃথিবীর অন্য সব জায়গায় যেখানে ইঁদুরকে নোংরা হিসেবে দেখা হয়, সেখানে এই ইঁদুর পূজা অনেক বিস্ময়কর। এই মন্দির ১৯০০ সালের প্রথম দিকে নির্মিত।রাজা গঙ্গা সিং ইঁদুর দেবীর সন্তুষ্টি লাভের জন্য এই মন্দির নির্মাণ করেন।এখানে দীর্ঘদিন ধরে ইঁদুর পূজা চলে আসলে ও প্লেগ বা ইঁদুরঘটিত কোন মহামারী দেখা যায় নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।