যারা লোভী ,এরাই দলকে ডুবায়। এদের সংখ্যা অতীতে ও অনেক ছিল।
এখনো আছে ,ভবিষ্যতেও হবে। দলীয় কোন্দল ভর করেছে ছাত্রলীগের উপর। স্বরাষ্ট্র মন্ত্রী মিসেস সাহারা খাতুন এখন কি বলবেন ? আভ্যন্তরিন
কোন্দল ? না , এটা মানা যায় না।
জয়ী হবার একমাসও হয়নি এখনো।
এসব কিসের আলামত ? এরা কারা ? বহিরাগত ?
এরা যেই হোক , লাগাম টেনে ধরুন। বিষদাঁত ভেঙে দিন। না হয়, ক্ষতি
হবে দলের। সরকারের ইমেজের।
টেন্ডারবাজ ছাত্রবীরদের কে দেশবাসী আগেও দেখেছে। আর দেখতে চায় না। থামান। থমিয়ে দিন। দেশের আপামর মানুষ বড় আশা করে আপনাদেরকে ক্ষমতার নিরংকুশ সংখ্যাগরিষ্টতা দিয়েছে।
সে আশা বিনষ্ট
করবেন না। না হয় পরিণতি ভালো নাও হতে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।