ঈশ্বর! সরে দাঁড়াও... উপাসনার অতিক্রান্ত লগ্নে তোমার স্বর্গের শাদা মেঘেরা আজ শুকনো নীল... অনেকেই টিভি সিরিজগুলো খুব আগ্রহ নিয়ে দেখেন। আমিও দেখি। এদের মধ্যে অবশ্য অ্যাকশন অথবা রোমান্টিক টিভি সিরিজ দেখার দর্শকের সংখ্যাই বেশি। তবে কমেডি গুলোও দেখতে পছন্দ করেন এমনো অনেকে আছেন। আজকে এরকমই একটা কমেডি সিরিজের কথা বলবো।
এটা কিন্তু বাচ্চাদের কমেডি। ওকি, বাচ্চাদের কথা শুনে চলে যাচ্ছেন নাকি? আগে পুরোটা শুনে যান।
দুটো জমজ ভাইকে নিয়ে কাহিনী এই সিরিজ টার। আইডেন্টিক্যাল ট্যুইন দুই ভাইয়ের মধ্যে একজন পড়ালেখায় খুব পটু, ক্লাসে সবসময় ফার্স্ট হয়, আর আরেকজন দুষ্টুমি তে পটু, আর পটু মেয়েদের মন জয় করতে! এই দুজন থাকে মায়ের সাথে, একটা হোটেলের স্যুইট এ। ওদের মা এই হোটেলের ক্লাবে গান গেয়ে থাকেন।
দুই ভাই মিলে যে মজার মজার কান্ডকারখানা করে তা দেখলে যেকোন বয়সের মানুষ হাসতে হাসতে গড়িয়ে পড়বেন!
অনেকেই হয়তো এতক্ষণে ধরতে পেরেছেন আমি The Suite Life of Zack & Cody সিরিজটার কথা বলছি! ডিজনি চ্যানেলের এই সিরিজটা শুরু হয়েছিলো ২০০৫ এ, আর শেষ হয়েছে ২০০৮ এ। মোট তিন সিজনে ২২, ৩৯ ও ২২ সবমিলিয়ে ৮৭ পর্বের সিরিজ এটি।
এই সিরিজ দেখতে গেলেই আপনি বুঝবেন আমি কেনো রিকমেন্ড করছি। এদের পাঞ্চলাইন গুলো এতই মারাত্নক হতো যে হাসি ঠেকিয়ে রাখা সম্ভবই হতো না!
The Suite Life of Zack & Cody সিরিজটার সাফল্যের পর ওরা এটারই একটা সিক্যুয়াল বের করে। সেটার নাম ছিলো The Suite Life On Deck. এখানে জ্যাক আর কোডি দুজন একটা সেভেন সী'জ হাই স্কুলে জয়েন করতে এস এস টিপটন ইয়টে আসে।
গোটা সিরিজটাই এই ইয়টেই। এই ৩ সিজন ধরে চলা এই সিরিজের মোট পর্বের সংখ্যা ৭১। ২০০৮ এ শুরু হয়ে ২০১১'র মে মাসে শেষ হয় এটি।
এর পর অব্যহত জনপ্রিয়তা থেকে সিরিজ টি শেষ হয়ে গেলেও একটা টিভি মুভি বানায় ডিজনী, ২০১১'র শেষের দিকে প্রিমিয়ার হয় এটি।
এই মুভিটার নাম The Suite Life Movie. মুভিটা হয়ত অনেকেরই ভাল্লাগবে না কারণ এটা কমেডি নয়।
তবে কাহিনীটা বেশ মজার। তবে এই মুভিটা দেখে সিরিজটাকে জাজ করতে যাওয়া ঠিক হবে না মোটেও!
সময় করে উঠতে পারলে এবং যথেস্ট ডাউনলোড লিমিট থাকলে নামানো শুরু করে দিতে পারেন। টরেন্টে পাবেন। সিড যদিও খুব কম! নামানোর আগে উইকি থেকে এপিসোড লিস্ট দেখে নেবেন, বাদ না পড়ে যায় কিছু আবার। আমি গ্যারান্টি দিচ্ছি নামালে হতাশ হবেন না! প্রাণ খুলে হাসতে পারবেন কিছুদিন।
আর যদি নিতান্তই নামাতে না পারেন, তাহলে ৩২ গিগা খালি যায়গা নিয়ে দেখা করুণ আমার সঙ্গে।
কেমন লাগল জানাবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।