আমাদের কথা খুঁজে নিন

   

গণভবনে সপরিবারে ঘুমাইতাম চাই!!!

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আসুন ৭টি বিষয় জানি---একজন নাগরিক হিসাবে অবশ্য কর্তব্যঃ ১। গুম আর অপহরণ আলাদা জিনিস। আইনের বইয়ে কোথাও গুম লেখাটা খুজে পাওয়া যায়নি। তাই কেউ গুম হলে এর দায় দায়িত্ব শুধু মাত্র তার। ২।

বেডরুম একটা গোপন জায়গা। সরকারের সেদিকে নজর দেয়া অশালীন। বেডরুমে যাই হউক এর দায়ভার সরকার নিবে না। ৩। খাইলেই দাম বাড়ব এটাতো সহজ কথা।

আপনারা না খাইলে দাম বাড়ব না। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে এর দায় দায়িত্ব সরকার বহন করবে না। ৪। মানুষ মরণশীল। বাংলাদেশে যারা বাস করে তারাও মানুষ।

তাই তারাও মানুষ। তাই তারাও মরণশীল। মানুষ বিভিন্নভাবেই মারা যেতে পারে। কিন্তু এর জন্য সরকারকে দায়ী করা যাবে না। কারণ সরকারতো আজরাইল না।

৫। ভারত আমাদের চাল ডাল পেয়াজ রসুন বহুত কিছু দিয়ে আমাদেরকে বাঁচতে সাহায্য করে । তাই তাদের কর্মকান্ডে নিন্দা জানান সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না। ৬। আমাদের দক্ষিণে অনেক বড় বঙ্গ উপসাগর রয়েছে।

সেখানে অনেক ব্যারেল পানি আছে। তাই ছোট খাটো তিস্তা পদ্মার পানির জন্য আমাদের প্রাণপ্রিয় বন্ধুর সাথে ঝগরা করা সরকারে সাজে না। ৭। দেশবিরোধী কোন কিছুই ভাল না। তাই কি না বলেন? বি এন পি সংসদের বিরোধী দল।

দেশের বিরোধী দল মানেই দেশ বিরোধী দল। তাই যেখানেই তাদের আমরা দেখি সেখানেই দেশ রক্ষায় নেমে যাই। আসুন আমরা গণতান্ত্রীক ভাবে সরকারকে সমর্থণ করি... কপি পেষ্ট-ফেসবুক থেকেঃ Click This Link http://www.facebook.com/digitcharaTAL ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.