তাশফী মাহমুদ
গণভবনে আজ তিনটি বিয়ে হবে। রুনা-রত্নার বিয়ের বিষয়টি আগেই ঠিক করা ছিল। এর সঙ্গে আজ আসমা নামের আরেক হতভাগ্য তরুণীর বিয়ে হবে। তাঁর বিয়ে হবে আলমগীর নামের এক যুবকের সঙ্গে।
রুনা-রত্নার মতো নিমতলীর অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছেন আসমা।
আগুনে মারা গেছেন তাঁর মা, নানি আর ভাতিজি। সম্মিলিত সামরিক হাসপাতালে বাবা এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বোন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা শাহ আলম মুরাদ ও হেদায়তুল ইসলাম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ৪ জুন শুক্রবার আসমা-আলমগীরের বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজন হারিয়ে তাঁদের বিয়ে হয়ে পড়ে অনিশ্চিত।
প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে আসমার বিয়ের দায়িত্ব নেন। তাঁর বিয়ের কেনাকাটাও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে গণভবনে আসমা-আলমগীর, রুনা-জামিল ও রত্না-সুমনের বিয়ে দেবেন।
এদিকে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, ‘আজ আমার তিন মেয়ের বিয়ে। বিয়েতে মেয়েদের জন্য শাড়ি-গয়না, জামাইদের জন্য পাঞ্জাবি—সবই কেনা হয়েছে।
আসবাবপত্র, ক্রোকারিজ এসবও আনা হয়েছে। মা হিসেবে মেয়ে বিদায় দেওয়ার সব আয়োজনও হয়েছে। ’ সরকারি দলের সাংসদ শাহীন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিন মেয়ে-জামাইয়ের মধ্যে একজন বেকার ছিলেন। তাঁকে বেসিক ব্যাংকে চাকরির ব্যবস্থা করা হয়েছে।
আজ বিয়ের অনুষ্ঠানেই তাঁর নিয়োগপত্র দেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।