স্বেচ্ছাসেবক এই উদ্ধারকর্মীর স্ত্রী জারমিন আক্তার তার দুই সন্তানকে নিয়ে শনিবার বিকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
সাভারের রানা প্লাজার ধ্বংস্তুপে আটকে পড়া তৈরি পোশাক শিল্পকর্মী শাহানা আক্তারকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে আহত চিকিৎসাধীন ইজাজ এখন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইজাজের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করছে সরকার।
প্রধানমন্ত্রীর নির্দেশে গত শনিবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ইজাজকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
গণভবনে প্রধানমন্ত্রী ইজাজের স্ত্রী জারমিনকে সান্ত্বনা দেন এবং তার দুই সন্তানকে কাছে টেনে নিয়ে আদর করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।