ধারাপাত গুণতে গুণতে একদিন একুশে আসি নামতায় বরাবরই ভুল ছিল এখনও ভুল হয় - কখনো ফাগুন আসে না; চেতনা বিলিন হতে হতে এখন কালো থাবার দখলে। ধারাপাত গুণে গুণে একদিন একুশে আসি একাত্তর রোদ্র-করোটিতে নিয়ে মুক্তি দেখেছি, তবু ফাগুন আসে না। ভাষাটা বেদখল হতে হতে এখন বাংলিশে রেখেছি পা অহংবোধে কেউ কেউ বাংলিশই হয় - তবু বাংলা আসে না। একুশে ফাগুন নেই, আগুন ধরার দিন একুশের প্রথম পহরেই নিলাম হয়েছি বাংলা হয়েছে বিলিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।