মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।
ফাগুন এলো ফাগুন এলো
কৃষ্ণচূড়ার ডালে,
এমন ফাগুন আসুক বারে
জীবন নায়ের পালে ।
উতলা ফাগুন জ্বালছে আগুন
পড়ছে মনে তারে,
এমন ক্ষণে মনের বনে
চাইছি তারে বারে ।
আসবে তুমি হাসবে ভুবন
বইবে ফাল্গুধারা,
এক আশাতে মিলবো দু'জন
হবো বাঁধনহারা ।
ফাগুন আসুক সকল প্রাণে
সকল জীবনময়,
ফুলে ফুলে উঠুক ভরে
ফাগুন ভুবনময় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।