আমাদের কথা খুঁজে নিন

   

সারা বিশ্বে সম্প্রচারের লক্ষ্যে চীন চালু করলো 'সিসিটিভি আমেরিকা'

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক সারা বিশ্বে সম্প্রচারের লক্ষ্যে বিবিসি, সিএনএন ও আল-জাজিরার মতো নিউজ চ্যানেল চালু করছে চীন। রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার থেকে এর সম্প্রচার শুরু করেছে। এ জন্য এর নাম দেওয়া হয়েছে 'সিসিটিভি আমেরিকা'। বিশ্বব্যাপী চীনের ভাবমূর্তি উন্নত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ এ কথা জানিয়েছে।

প্রথম পর্যায়ে এটি যুক্তরাষ্ট্রে হলেও ধীরে ধীরে তা সারা বিশ্বে সম্প্রচারিত হবে। সিসিটিভি আমেরিকার প্রধান কার্যালয় খোলা হয়েছে ওয়াশিংটন ডিসি-তে। চ্যানেলটিতে সিবিসি নিউজ চ্যানেলের প্রযোজক বারবারা ডুরি, বিবিসি রিপোর্টার মাইকেল ভস, অ্যামি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মাইক ওয়ালটারসহ ৬০ জনেরও বেশি নামকরা সাংবাদিক ও প্রযোজক নিয়োগ দেওয়া হয়েছে। আরো ১০০ জন্য সাংবাদিক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকায় ১৫টি ব্যুরো অফিস খোলা হবে।

প্রাথমিকভাবে চ্যানেলটি চার ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করবে। এতে তিনটি অনুষ্ঠান দেখানো হবে। এগুলো হচ্ছে ব্যবসা-বাণিজ্যভিত্তিক অনুষ্ঠান 'বিজ এশিয়া আমেরিকা', টক শো 'দ্য হিট' এবং সংবাদবিষয়ক অনুষ্ঠান 'আমেরিকাস নাউ'। এ চ্যানেলে ভিন্নধর্মী অনুষ্ঠানও প্রচার করা হবে বলে জানা গেছে। সূত্র : টেলিগ্রাফ।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.