ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
প্রিয় বাদ্যযন্ত্র তালিকায় বেহালা অন্যতম সেরা, এতে কোন সন্দেহ নাই। যে কোন বয়স রুচির মানুষের কাছে বেহালা সুর ভাল লাগে। যারা মিউজিক ভালবাসে, কম বেশি সবার মনেই সুপ্ত বাসনা থাকে, ইস! আমি যদি ভায়োলিন বাজাতে পারতাম! কিন্তু সময় সুযোগ, রিসোর্সের অভাবে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সবচেয়ে বড় সমস্যা এদেশে ভাল বেহালা শিক্ষক নেই।
যারা আছে সবাই ইস্টার্ন ওয়েস্টার্ন জগাখিচুড়ি মার্কা কিছু একটা বাজায়। থিওরিটিক্যাল জ্ঞ্যান নিয়ে তা কতটুকু সন্দেহ আছে! ফলে তারা যা শেখায় তা তারা নিজেরাও জানে না! দেখা যায় শুরুতেই জনপ্রিয় কোন গানের মেলোডি লাইন বেহালায় তুলতে দিচ্ছে। অনেকটা স্প্যানিশ গিটারে হাওয়াইন গিটারে "এই পদ্মা এই মেঘনা" গানের মেলোডি লাইন তোলার মত অবস্থা! যাহোক অভিযোগ করে কি হবে, নেট থেকে চাইলে মোটামুটি সব লেসন যোগাড় করা যায়। একক প্রচেষ্টায় কিছু শেখার জন্য এই পোস্ট উপকারে আসবে। আর লাকিলি ভাল শিক্ষক পেলে এতটুকু আগানো থাকলে ভবিষ্যতে অনেক উপকারে আসবে।
বেহালা কেনা:
বিগেনারদের বেহালা কিনতে হলে অবশ্যই এক্সপার্ট সাথে করে নিয়ে যাবেন। না হলে ধরা খাবার সম্ভাবনা আছে। প্রথমেই ভাল কোম্পানীর তৈরি, সুন্দর টোন এবং দামে পোষায় এমন বেহালা কেনা উচিৎ।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে বাদ্যযন্ত্র কেনা বেচার অনেক দোকান আছে। দেখেশুনে একটি কিনে ফেলুন।
তিন চার হাজার টাকা থাকলেই কিনে ফেলতে পারবেন। সংগ্রহে থাকলে বা যোগাড় করতে পারলে আরো ভাল (আমার মত)।
বেহালা (The Violin/Fiddle) আর ছড়ি (Bow):
বাজানোর আগে করনীয়:
■ Tension screw এমনভাবে টাইট দিন যাতে Bow hairs হতে Bow stick এর দূরত্ব প্রায় একটি পেন্সিল সমান হয়ে।
■ তারপর ভাল ভাবে Bow hairs এ রজন (Rosin) লাগাতে হবে।
রজন হচ্ছে সোল্ডারিং আয়রনে যে কমলা স্ফটিক পদার্থ ব্যবহার হয়।
বেহালাতে তার এবং ছড়িতে ঘর্ষণে শব্দ উৎপত্তি হয়। রজন কিছুটা আঠালো পদার্থ বলে সেই ফ্রিকশন বৃদ্ধি পায়। সুন্দর শব্দ উৎপত্তির জন্য সঠিক পরিমানে রজন লাগানো খুবই গুরুত্বপূর্ণ।
■ বেহালা বাজানোর পর তারের উপর জমে থাকা রজন নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
■ বাজানো শেষে ছড়ির Tension screw লুজ করে রাখুন।
■ বেশি গরম বা ঠান্ডাতে বেহালা সংরক্ষণে রাখা ঠিক নয়।
■ টিউন করার আগে বেহালার তার লাগাতে এবং Pegs বসতে খুব ঝামেলা হয়। দেখা যায় Pegs হয় খুব শক্তভাবে আটকে থাকে। না হলে স্লিপ করতে থাকে। স্লিপ করলে একটু রজন ঘষুন এবং টাইট হলে হাল্কা মোম ঘষতে পারেন।
ব্রিজের অবস্থান (Bridge Adjustment):
ব্রিজ বসবে দুই F-holes এর ঠিক মাঝ বরাবর। ব্রিজ কিন্তু কোন আঠা/স্ক্রুর উপর বসে থাকে না। তাই আগে দুপাশে তার লাগিয়ে কিছুটা টাইট করে তার নিচে ব্রিজ বসাতে হবে। খেয়াল রাখতে হবে ব্রিজ যেন ৯০ ডিগ্রি খাড়া হয়ে বসে।
টিউনিং:
বেহালার চারটি তারের পর পর ইন্টারভাল হচ্ছে পারফেক্ট ফিফ্থ।
অর্থাৎ উচু নোটে E (নিচের প্রথম চিকন তার)
তারপর A (নিচ থেকে দ্বিতীয়)
তারপর D (নিচ থেকে তৃতীয়)
একদম শেষে সব চেয়ে মোটা তারটি G
যাদের গিটারে হাতেখড়ি আছে তারা নিশ্চয় ধরতে পেরেছেন গিটারের সাথে বেহালার তারের বিন্যাসে মিল কোথায়।
গিটারে শুরু E B G D A E (নিচ থেকে)
বেহালায় ঠিক উল্টো দিক হতে, E A D G (নিচ থেকে)
প্রথমে যে কোন তারের Peg ডান দিকে (বেশি টাইট/টিউন উপরে উঠে গেলে বাম দিকে) ঘুড়িয়ে টাইট দিয়ে মোটামুটি কাছাকাছি একটা টিউনে নিয়ে এসে শক্ত করে আটকে ফেলুন। তারপর ফাইন টিউনার দিয়ে বাকিটা টিউন করুন।
বো ধরার নিয়ম:
হালকা ভাবে ছবির মত বো ধরতে হবে। বৃদ্ধাঙ্গুলি মধ্যমা বরাবর পরবে।
আরো ডিটেইল জানতে: ভিডিও
বো'র অবস্থান:
তারের উপর আলতো করে ব্রিজের প্যারালাল বসবে। শব্দ বেশি আনতে হলে কিছুটা প্রেশার দিয়ে বাজতে হয়। তবে তার পরিবর্তনের সময় অবশ্যই একই প্রেশার বজায় রাখতে হবে।
গোড়ার দিকে অবস্থান:
মাথার দিকে অবস্থান:
মাঝামাঝি অবস্থান:
বো প্রেশার:
বেহালা ধরার নিয়ম:
■ বেহালা ভুমির সমান্তরাল ধরে বাজাতে হয়।
■ বা-কাঁধের হাড়ের উপর আলতো করে রেখে chin rest এ বা-চোয়াল ছোঁয়ানো থাকে।
shoulder rests কাধে সঠিকভাবে এটাচ থাকতে সাহায্য করে।
■ কনুই বেহালার মাঝখান বরাবর থাকবে।
■ হাতের তালু নেকে না ছুয়ে বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমা বিপরীতে থাকবে।
ফিংগার বোর্ডে আঙ্গুলের অবস্থান:
Click This Link
ফিংগারিং চার্ট:
View this link
গিটারে যেমন ফ্রেড বোর্ড মেটাল দিয়ে আলাদা ভাগ করা থাকে বেহালাতে সেটা অনুপস্থিত। ফলে ঠিক কতটুকু দূরত্ব/অবস্থানে আঙ্গুল ধরলে সঠিক নোট বাজবে শুরুতে সেটা ধরা বেশ কঠিন।
তাই বিগেনাররা এইভাবে টেপ/হাল্কা রং দিয়ে ভাগ করে নিতে পারেন।
তবে এই ডিস্টেন্স মেজার অবশ্যই একজন এক্সপার্ট দিয়ে করাতে হবে।
===============
বেহালা শেখার পূর্ণাঙ্গ বই নামাতে এখানে ক্লিক করুন
===============
কিছু হেল্পফুল সাইট:
■ http://fiddlerman.com/
■ http://www.violinonline.com/
■ http://violinlessonsreview.com/
■ http://violintutorial.blogspot.com/
■ http://www.violinlab.com/
■ ইউটিউব
■ ইউটিউব violin lessons for beginners
Yehudi Menuhin:
Vanessa Mae - The Devil's Trill:
L. Subramaniam and Ambi Subramaniam:
The corrs:
শিশুদের অসাধারন বেহালা বাজানোর ভিডিও:
That what happends when parents take away the computers!!!! bravo!
লাইক: 362
মন্তব্যগুলো পড়ে ব্যপক মজা পাবেন।
Click This Link
এটা দেখেন, মাথা আউলা:
violin নিয়ে অসাধারন একটি মুভি:
Le violon rouge (The Red Violin). (কারো ডাউনলোড লিংক জানা থাকলে জানাবেন প্লিজ)
তথ্য কণিকা:
■ উইকিপিডিয়া
■ ফেসবুক
■ ভায়োলিন হিস্টোরি
■ Baroque Musical
■ Classical Musical Period
■ Romantic Musical Period
■ 20th Century Musical Period
■ Non-Traditional
■ ভারতীয় বেহালা
■ Top 10 Greatest Violinists of all Time
ড্রাফ্ট: ১.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।