আমাদের কথা খুঁজে নিন

   

অঞ্জন - ৮ :অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরমির বেহালা

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ জেরমির বেহালা অ্যালবামঃ চলো বদলাই .................................................... চুপি চুপি রাত নেমে এলে পরে ভাঙা জানলার শার্সিটা খুলে যায় কালিঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায় মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরমির বেহালা পাড়া পড়শিরা সব্বাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত মরে গিয়ে বুড়ো হয় নি শান্ত কে জানে কেন কিসের আক্ষেপ তাই মাঝে মঝে লোডশেডিংয়ের রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টার লা লালা লা ......... একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোরা সোনাটা হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা চলে এসো তুমি রডনস্ট্রিটের কালিঝুলি মাখা পোড়ো বাড়িটা লা লালা লা ......... লোভী প্রোমোটার হাঁসফাঁস করে পায়নি খুঁজে বাড়িটার দলিল কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্ডগেজ অসহায় উকিল বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ ছাট্টার নেশা চলে তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোডশেডিং হলে শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরমির বেহালা লা লালা লা ......... কে জানে কবে ভেঙে দিয়ে এই রঙিন শার্সি পুরোনো কড়িকাঠ বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট তবু মন বলে চলে যাবে না ফুরিয়ে কোনদিন পুরোনো কোলকাতা অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে জেরমির বেহালা লা লালা লা .........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.