www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
ইংরেজী Virtuoso শব্দটি ইটালিয়ান virtuoso অথবা ল্যাটিন virtuosus থেকেই আগত। বাংলাভাষায় শব্দটি শিল্পকর্ম সম্পর্কিত জ্ঞানের এক উৎকর্ষ অবস্থাকেই বোঝায়। বাদ্যযন্ত্র সম্বন্ধীয় ব্যাপারে এই শব্দটি দ্বারা বোঝানো হয় তাকেই যিনি অলোকসামান্য দক্ষতার সাথে একটি বাদ্যযন্ত্র বাজান। সুন্দর একটি প্রতিশব্দও খুঁজে পাওয়া গেলো। কালোয়াৎ।
তো ভায়োলিন বা বেহালা নামক এক সাধারণ (!) বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এই কালোয়াৎ কারা? মহাসমুদ্রের অতল জলরাশিতে ছেঁড়া-জাল টেনে কিছু পাওয়ার আশা করার মতোই শোনাবে প্রশ্নটি।
কিন্তু যেহেতু এই মহাবিশ্ব যেই অবস্থাতে বিদ্যমান আছে, সেই অবস্থাতেই আপাতত বিরাজ করিবে; তাই মধ্যখানে ছেঁড়া-জাল টানিয়া কিছু সুখকর অনুভূতির বেড়া জালে আবদ্ধ হইলে আদৌ কোনো ক্ষতি দৃশ্যমান হয় না বৈ কি।
তো শুরু করা যাক।
১
এক্ষেত্রে প্রথমেই যার নাম আসবে, তিনি হচ্ছেন Niccolò Paganini। ইটালিয়ান এই বেহালাবাদকের জন্ম ২৭শে অক্টোবর, ১৭৮২ এবং মৃত্যু ২৭শে মে, ১৮৪০।
২
তারপর বলতে হয় হাঙ্গেরিয়ান আরেক বেহালাবাদক Leopold Auer এর কথা। তাঁর জন্ম ৭ই জুন, ১৮৪৫ এবং মৃত্যু ১৫ই জুলাই, ১৯৩০।
৩
মিষ্টিমধুর বেহালাবাদক অষ্ট্রিয়ান Fritz Kreisler। জন্ম ২রা ফেব্রুয়ারী, ১৮৭৫ এবং মৃত্যু ২৯শে জানুয়ারী, ১৯৬২।
৪
তারপর লিথুয়ানিয়ান বেহালাবাদক Jascha Heifetz।
জন্ম ২রা ফেব্রুয়ারী (মতান্তরে ২০শে জানুয়ারী), ১৯০১ এবং মৃত্যু ১০ই ডিসেম্বর, ১৯৮৭।
৫
এবার একজন ফরাসী বেহালাবাদক René-Charles Francescatti। তিনি Zino Francescatti নামেও পরিচিত। তাঁর জন্ম ৯ই আগষ্ট, ১৯০২ এবং মৃত্যু ১৭ই সেপ্টেম্বর, ১৯৯১।
৬
রাশিয়ান বেহালাবাদক Nathan Mironovich Milstein এর জন্ম ৩১শে ডিসেম্বর ১৯০৩ এবং মৃত্যু ২১শে ডিসেম্বর, ১৯৯২।
৭
আরেকজন রাশিয়ান বেহালাবাদক David Fyodorovich Oistrakh এর জন্ম ৩০শে সেপ্টেম্বর (মতান্তরে ১৭ই সেপ্টেম্বর) এবং মৃত্যু ২৪শে অক্টোবর ১৯৭৪।
৮
ইউক্রেনিয়ান বেহালাবাদক Isaac Stern এর জন্ম ২১শে জুলাই, ১৯২০ এবং মৃত্যু ২২শে সেপ্টেম্বর ২০০১।
৯
সুইজারল্যান্ড ও ব্রিটেনের নাগরিক এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী Yehudi Menuhin ওরফে Baron Menuhin এর জন্ম ২২শে এপ্রিল, ১৯১৬ এবং মৃত্যু ১২ই মার্চ, ১৯৯৯।
১০
এই মুহূর্তে যার সূর কানে বাজছে, সে একালের একজন। কোরিয়ান-আমেরিকান এই মেয়েটির নাম Sarah Chang।
জন্ম ১০ই ডিসেম্বর, ১৯৮০। জীবন্ত কিংবদন্তী বলা যায়।
উৎসর্গ : ধ্রুপদী বন্ধু সাদাত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।