আমাদের কথা খুঁজে নিন

   

বেহালা বাঁশি

কবিতা

ছড়িয়ে পড়ছে গান নির্বাচিত নয় প্রাত্যহিক জোড়াসাঁকো নয় এমন আহার কলাপাতা ঘেঁষে আলো হয়ে আসে। তাই সময়ের ঘোড়া আশৈশব শূন্য হয়ে কিরকম শান্ত যেনো শরীরের কাছে বৃষ্টির পড়ার গন্ধ মেঘনা যমুনা নদী। যেনো শান্তি আসে কর্মশেষে আমরা তখন শিশু হয়ে আছি পাতা আর মাটির আসনে। আমাদের ভাঙ্গা পাঠশালা মাঠ, মাঠের কেন্দ্রে শীতরাতের নৃত্য- যে খেলা সমুদ্রে চলে সেই তাল লয় অভয়ের গান পূর্বাপর বেজে চলে। দেহ নিরপেক্ষ সবুজ সময় স্রোত মাটিতে জীবন শস্য সন্তানের মতো - প্রিয় ফুল। আর কবরের কাছে নিহত যে জন সেতো আমাদের গান- পানা পুকুরের মাঝখানে সদ্য প্রস্ফুটিত অনন্ত জননী। যে গান হাড়ের তাও পুনরায় প্রাণ পেয়ে জনগণজনের বেহালা বাশিঁ। ২৯/০৫/০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।