আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। " একুশ আমার আনন্দ
একুশ আমার শোক
একুশ হলো মুক্ত কন্ঠে
অমৃত.....
মায়ের ভাষার ভোগ।
শোকের কথা যখন আসে
সবার আগে,একুশ দাঁড়ায় এসে।
বাঙালি'র খোলা বুকের রক্তে
সমগ্রবিশ্ব, মাতৃভাষায় অশ্রুজলে ভাসে।
সেদিন তারা বললো মোদের
পাগল আর ভোলা
গুলি গিলতে পারে।
ওরা তো জানতো না , বাঙালি
সাহসে সহজাত, অন্যায় সইতে নারে।
পদ্মপাতা বইয়ের পাতা
পাতা বুকের পাতা
গুলি গুলো সব লাল অক্ষরে
বাংলা ভাষায় গাঁথা।
জীবন বাজি রাখলো তারা
সেই দিনের সেই রাজপথের র্যালীতে
আমারা তাঁদের স্মরি, স্মরিব
একুশের প্রভাত ফেরিতে।
আজ সমগ্র বিশ্ব মাথা নুয়াই
তাই আর কিসের শোক
বাংলা ভাষা, আমার মায়ের ভাষায়
সাজাবো আনন্দলোক।
দূর আকাশ থেকে শহীদেরা বলে
"ওরে দামাল ছেলেরা"
আনন্দ করো, আনন্দ করো...
রেখো না এ মন শুধু শোকে ভরা..
আনন্দ করো আনন্দ করো...
"বুকের রক্তে প্রতিষ্ঠিত করা আনন্দ"
"মাতৃভাষায় কথা বলার আনন্দ"
"মাতৃভাষায় লেখার আনন্দ"
"মাতৃভাষায় চিন্তা চেতনার আনন্দ"
"পুরো বিশ্বে একুশের স্বীকৃতির আনন্দ"
আনন্দ করো, আনন্দ করো, এ মন থাকবে না শুধু শোকের ভরা ....
জেনে রেখো, " আনন্দ বাঙালির রাঙা জামায় সেলাই করা" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।