কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। আমার প্রশ্নটা যদি স্টুপিড টাইপ হয়, দয়া করে গালি দেবেন না। বুঝিয়ে দিবেন। আমি ধর্ম বিষয়ে একটু কম জানি। যারা এই বিষয়ে জানেন তাদের কাছে আমি জানতে চাই,
প্রশ্ন ১. এই পোস্টে সংযুক্ত ছবিটি আমরা যীশু খ্রীস্টের ছবি বলেই জানি।
এটি প্রথম কোন শিল্পী কবে এঁকেছেন? ছবির মানুষটি কি আসলেই যীশুর? নাকি কোন বিতর্ক আছে?
প্রশ্ন ২: যীশুর মৃত্যুর প্রায় ৫০০ বছর পরে পৃথিবীতে এসেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা)। ২০০০ বছর আগে যদি কোন শিল্পী যদি যীশুর ছবি আকতে পারে, তাহলে ১৫০০ বছর আগের কোন শিল্পী কি চুরি করেও আমাদের প্রিয় নবীর কোন ছবি আকতে পারেন নি?
আসলে, এসব উদ্ভট প্রশ্ন মাঝে মাঝে আমার মনে বিদ্ধ হয়। আফসোস হয়, যেই মহান মানুষটির অনুসারী হয়ে সারাটি জীবন কাটাচ্ছি, সেই মানুষটি দেখতে কেমন ছিলেন তা যদি দেখতে পারতাম।
আজ রাসুল সা: এর দাড়ি বাংলাদেশে প্রদর্শিত হয়েছে। তাই ছবির বিষয়টা আমার মাথায় আসল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।