আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের যীশুর মতো বুকে তুলে নিয়ে এই রাষ্ট্রযন্ত্র, শাসকদের পারমানবিক বোমা মেরে ধ্বংশ করে দিতাম

সদা নিরুপায় তবুও অকুতোভয় বিষাক্ত মরিচের গুড়া! যা ব্যবহার করা হয় কীটপতঙ্গ, পোকামাকড় মারার জন্য। কিন্তু আমার এই দেশের শিক্ষককুল এই কীটপতঙ্গের চেয়ে অধম! তাদের দমাতে সেই মরিচের গুড়া স্প্রে করা হচ্ছে! তোমাদের ভাগ্য ভালো তোমাদের উপড় শুধু মরিচের গুড়া স্প্রে করা হচ্ছে। এটা তোমাদের সৌভাগ্য! পুলিশ যে রোলার মেশিন চালাচ্ছে না সেটা কি সৌভাগ্য না তোমাদের। ওই জানোয়ারদের কাছে আজীবন ধন্য থাকা উচিত তোমাদের! তোমাদের কি অধিকার আছে এই দেশে? হ্যা, কান্নাজড়িত কন্ঠে প্রতিবাদের সুরে তোমরা হয়তো বলবে, আমরাই তো তোমাদের ভীত করে দিয়েছি। এক মুঠো খাবারের আশায় সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত তোমাদের ক্লাশ নেই।

তোমাদের ক খ গ, A B C, 1 2 3 শিখিয়েছি। আমরা এখন না খেয়ে মরছি, বঊ বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাই... এর জন্যই তো তোমাদের কাছে হাত পেতেছি একটু বেতন ভাতা বৃদ্ধির জন্য............ আমাদের তোমরা কেউ তো দেখ না!! হে দেবতারা, তোমরা মানুষ গড়ার কারিগর হতে পারো, তোমাদের হাতেই হয়তো আজকের সব প্রফেসর, ভিসিদের জন্ম। কিন্তু তোমরা কি জান, তোমার কোন দাম নেই আমাদের এই নগ্ন সমাজে। আমাদের মতো আমজনতার কথা বাদই দিলাম, বড় মাপের(!) শিক্ষকরাও যারা ঢাবি, বুয়েটে শিকক্ষতা করেন, তাদের কেউ কি তোমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে? করে নাই, করবেও না!! যদি পারতাম, তোমাদের যীশুর মতো বুকে তুলে নিয়ে এই রাষ্ট্রযন্ত্র, শাসকদের, তথাকথিত শিক্ষিত সমাজকে পারমানবিক বোমা মেরে ধ্বংশ করে দিতাম। ক্ষমা করো দেবতারা।

তোমাদের কান্না, তোমাদের হাহাকার আমাকে ছুঁয়ে গেলেও ওই দানবাকৃতির শাসকদের ছোঁয় না। ওরা ব্যস্ত নিজেদের আখের গোঁছাতে। দোষ ওদেরও না। দোষ ওই ঊপড়ওয়ালার। কেন তোমাদের সালমান এফ রহমান , তানভির, জয়, তারেক করে পাঠালেন না! আর তিনি কি অন্ধ হয়ে গেছেন? তোমাদের এই কান্না কি ঊনাকে ছুঁয়ে যায় না?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.