আমাদের কথা খুঁজে নিন

   

জানা আপা আমার ব্যান চাই !!! নাইলে কিন্তু ব্লগিং ছেড়ে দিব(একটা বর্ষপুর্তি পোষ্ট )

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি ভাবতেই অবাক লাগে একবছর পার করে ফেললাম । একটা বছর তিনশো পয়ষট্টি দিন,কতগুলো মুহুর্ত । একেকটা দিন,একেকটা মুহুর্ত সামু সম্পর্কে একেকটা নতুন অভিজ্ঞতা লাভ করেছি । কখনো কারও কারও কমেন্ট পেয়ে উচ্ছাসে লাফিয়ে উঠেছি । কখনো মন খারাপ করেছি ।

কোন পোষ্টে যেন লিখেছিলাম সামু আমাকে কি দিয়েছে ? নিজের লেখা নিজের মতো করে গুছিয়ে লিখতে না পারলেও আমি যে লিখতে পারি সামু আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে । এর আগে তো আমি জানতামই না আমি লিখতে পারি । আমার এই সামুর এক বছরের সবচেয়ে বড় আক্ষেপ থাকবে একটা ব্যান না খেতে পারা । জানা আপার দিল কি দয়া হয়না । একটা সুলেমানী ব্যান দিয়ে আমার সুশীল ব্লগার বানাতে সহায়তা করতে ।

আজকে বর্ষপুর্তি এই দিনে আমি সামুকে নিয়ে কোনো নেগেটিভ কথায় যেতে চাইনা তবে সামু কতৃপক্ষ সম্প্রতি যে বার্তাটি যোগ করেছে যে লেখকের সকল লেখার দায় লেখকের নিজের তাহলে আমার কথা হলো তাহলে মডারেশন পেনালের দরকার আছে কি ?সামুর একবছরে আমার ব্যার্থতা আমি কোন সিন্ডিকেটের লোক হতে পারি নাই এবং ব্যান খেতে পারি নাই । আহা ব্যান তুমি কই একবার আমারে আলিঙ্গন কর আমি কিন্তু বুড়া হয়ে যাচ্ছি । যাই হোক বয়স বাড়ছে দুঃখ পাইছি এই কারনে কোন কেক কুক নাই ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.