আমাদের কথা খুঁজে নিন

   

জানা গলপ

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

রাত ২টা। মাঝ রােত গািলেবর েসটেফানটা েবেজ ওেঠ। অপিরিচত একিট নম্বর েথেক কলটা এেসেছ। িবরক্ত হেয়ই গািলব েফানটা িরিসভ করল। েমেয়িল কণ্ঠ।

অাপিন গািলব বলেছন? গািলব িকছুটা সময় িনরব থােক। অাপিন েক বেলেছন? অািম চানেত চািচ্ছ অাপিন গািলব িকনা? গািলব হেল বেলন নাহেল লাইনটা েকেট িদই অাপিন িনরেব ঘুমান। গািলব কথা না বািড়েয় বেল না অািম গািলব নই। মুহুের্তর িভতর লাইনটা েকেট েদয়। গািলব েমাবাইেলর িদেক তািকেয় নম্বরটা েচনার েচষ্টা করল।

িকন্তু িকছুেতই তার মেন পড়েছ না। না পিরিচত েকউ নয়। তাহেল গািলব বেল ডাকেব েকন? অেনক িকছু গািলেবর মাথায় জমা হেলা। ঘুমটা েকেট েগেলা। বািলেশর ওপর মাথা েরেখ িক েযেনা ভাবার েচষ্টা করল।

মাথায় িকছুই অাসেছ না। ঘিড়র িদেক তাকােলা অন্ধকাের েদখা েগেলা না। বািতটার সুইচ েকাথায় তাও েযেনা গািলব বলেত পারেছ না। অন্ধকােরই েবড েথেক েনেম েসাজা হাটেলা। না েদয়ােল েকাথাও সুইচেবার্ড খুেজ েপেলা না।

রাত েকানভােব েকেট েগল। গািলেবর মােয়র অাওয়াজ। এই গািলব ঘূম েথেক উিঠিছস। েদখ েক এেসেছ। তাড়াতািড় ওঠ।

গািলব েচােখ হাত েরেখ দরজা খুেল সামেনর রুেম ঢুকেতই অপিরিচত একিট েমেয়েক েদখেলা। অাপিন কােক চােচ্ছন? অাপিন িনশ্বচয়ই গািলব? হু গািলব। তাহেল রােত েকন িমথ্যা বলেলন? গািলব িনরুত্তর থােক। বসেত বেল গািলব েক। গািলব বেস।

েমেয়িট হােত একিট িচিঠ িদেলা। গািলব িচিঠ পড়েতই অট্টহািসেত েফেট পড়েলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.