আমাদের কথা খুঁজে নিন

   

‘প্রাণ জুসে ফলের রস নেই’ প্রমাণ করতে পারলে মাত্র ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে প্রাণ

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী প্রাণের জুসে ফলের রস নেই এমনটি প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রাণ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রাণ আরএফএলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল বিভিন্ন গণমাধ্যমে প্রাণের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “প্রাণকে নিয়ে যে ধরণের সংবাদ পরিবেশন করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। প্রাণ জুসের মধ্যে ৯০ ভাগই আম রয়েছে। প্রাণই একমাত্র দেশীয় কোম্পানি যারা সরাসরি চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আম সংগ্রহ করে থাকে। এই আম প্রক্রিয়াজাত করে ফলের জুস উৎপাদন ও বিপণন করা হয়।”  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.