সিএনএন-আইবিএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী হলে ভারতের বিরুদ্ধে কোনোরকম জঙ্গি হামলার জন্য পাকিস্তানের মাটি ব্যবহার না হওয়ার নিশ্চয়তা দেব।”
২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে বৈরি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক থাকলেও সম্প্রতি দুদেশের সম্পর্ক উন্নত হয়েছে।
ওদিকে, পাকিস্তানে নির্বাচনপূর্ব জনমত জরিপগুলোর ফল থেকে ধারণা করা হচ্ছে, শরীফের পাকিস্তান মুসলিম লিগই(পিএমএল-এন)নির্বাচনে জয়লাভ করবে।
তালেবান জঙ্গি তৎপরতা রোধ, বিদ্যুৎবিভ্রাট সামাল দিতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ব্যর্থতাকে পুঁজি করেই পিএমএল-এন জয় পেতে পারে বলে আশা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।