আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ...
জীবন যখন যেমন ছিল !
তোমার আমার হৃদয় ছিল শঙ্খ সুতোয় গাথা ,
আমরা ছিলাম নবীন কুঁড়ির নতুন দুটি পাতা ।
জ্যোৎস্না স্নাত রাত্রি জুড়ে আমি তখন কবি ,
আমার ঘরের দেয়াল জুড়ে তখন তুমি ছবি ।
তখন তোমার জীবন ছিল প্রজাপতির পাখা ,
যথায় তথায় হারিয়ে যাওয়া , সদ্য উড়তে শেখা ।
জীবন ছিল ডালিম গাছে ছোট্ট টুনা টুনি ,
বাবুই হয়ে আমি তখন শীতের বাসাবুনি ।
তুমি তখন কিশোরী , চলছে বয়ঃসন্ধি ,
বিবর্ণ হৃদয় নিয়ে আমি তখন বন্ধী ।
শরৎ ভোরে আকাশ জুড়ে দুজন আমরা ঘুড়ি ,
তুমি শুধু শুনতে , আমি কবিতা পড়ি ।
আমি যখন বর , তখন তুমি কনে ,
ছোট্ট মোদের ঘর , ছোট্ট বনের কোণে ।
এখন তোমার জীবন শুধু চার দেয়ালে বাধা ,
পাখির সাথে , ফুলের সাথে নিত্য তোমার কাঁদা ।
এখন আমরা দোয়েল পাখি , নেই যে কোন ডানা ,
আকাশ জুড়ে উড়ছে দেখ মোদের দুটি ছানা ।
ওদের এখন সময় , ওদের এখন সুখ ,
তোমার আমার হৃদয় জুড়ে প্রবল ব্যাথা, শোক ।
********** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।