আমাদের কথা খুঁজে নিন

   

যেমন আছি.....................

যদি হই চোরকাঁটা তোর শাড়ীর মাঝে........ হঠাৎ করেই নিজেকে আবিষ্কার করলাম ছোট্ট বিমানটার সামনে (হালকা টাল আছিলাম............. তারপর অনেকদিন খোঁজ নাই আইসা পৌছাইলাম এইহানে অবাক বিস্ময়, সব জানি কিরাম কিরাম লাগে, জায়গাটা এইরাম চারিদিকে পানি, বাঁকের ভিতরেরটা লক্ষ্যদ্বীপ সাগর , বাইরেরটা ভারত মহাসাগর। যোগাযোগ? ঘাট আছে না!! দ্বীপে ঢুকবার প্রবেশপথ এইটারে জেটী বলে, সূর্যের আলোর সাথে এইটা রং বদলায় মেঘ হইলে সূর্যাস্তে ( সকালে উঠার অভ্যেস নাইকা) গগনে গরজে মেঘ ঘন বরষা সূর্যাস্তের রং কিংবা শুধুই মেঘ চলেন সমুদ্রের পাড়ে যাই সমুদ্রস্নান সাগরপাড়ের বাসিন্দা - ১ সাগরপাড়ের বাসিন্দা - ২ কোনো কোনো সমুদ্র দিগন্তের বাড়ি যায়, প্রপোজাল দিতে মনে হয় তখন বুঝতে হবে দিগন্তবাড়ীর কারো মেজাজ খারাপ বিচ্ছেদের বেদনা ডুমুরের ফুল দেইখা অবাক!!!!!!!! দেশে দেহিনাই কুনুদিন অতঃপর আবারো সূয্যিমামা ফুলগুলো সব.......................... সারিবদ্ধ মৃত্যু জেনোসাইড ঘাতক বাতাসের খেলা কাশফুলের মেলা স্বাধীনতার আকুতি বন্ধু ধন্যবাদ...  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।