যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। একটি মুখ সারাক্ষণ আমার
চোখের সামনে ভাসে।
এখন সেই মুখটির মানুষ
আমার বড় অসহ্যি।
এখন ও আমাকে ঠিকমতো
খাইতে দিচ্ছে না,
ঘুমাতে দিচ্ছে না,
সর্বক্ষণ বিরক্ত করছে,
কর্মে বেঘাত ঘটাচ্ছে।
ফলে,স্বাস্হ হাণী হচ্ছে,
বাক শক্তি লোপ পাচ্ছে,
বড়,বড় শ্বাস নির্গত হচ্ছে,
মৃত্যু ভয় জাগছে। তাই,
মাঝে,মাঝে ওকে না দেখার
আমি ইচ্ছাও করি।
কিন্তু,আমি ওকে না দেখে
থাকতেও পারি না।
কেন থাকতে পারি না?তাও ঠিক
আমি বুঝতে পারছি না।
আবার,হৃদয়ের কথা গুলো ওকে
আমি বলার সাহসও পাচ্ছি না।
তা আমার বিবেকে বাধে।
আর কি করেই বলি ওকে,
তোমাকে আমি ভালবাসি।
ওতো আমার সবই জানে,
জানে,আমার স্ত্রী,সন্তান আছে।
তাহলে এই মুখে আমি ওকে
কি করে বলি ভালবাসি?।
অথচ, ও আমার স্বপ্ন,
সুখের তৈরী,আশার প্রদিপ।
স্বর্গের দ্বার,প্রতি মুহুর্তের ভাবনা।
এক মুহুর্ত না ভেবে ওকে
এই জীবন এগুচ্ছে না।
ওকে ভাবনা বিহীন
জীবন আমি মৃত দেখছি।
তাই,ওকে সারাক্ষণ আমি চাই।
তবু,ওকে ছোঁইতে পারছি না,
ভালবাসতে পারছি না,
সংগম করতে পারছি না,
ওর যৌনাঙ্গ দেখতে পাচ্ছি না,
তা লেহণ করতে পারছি না।
আরএই ইচ্ছা পূর্ণ হচ্ছে না,
আশা পূর্ণ হচ্ছে না।
তাতে,প্রতিক্ষণ হৃদয়ে জন্ম নিচ্ছে
ব্যাথার পাহাড়। আবার,সেই
ব্যাথার পাহাড়ে জন্ম নিচ্ছে প্রতিক্ষণ
বিশাল,বিশাল অগ্নীর বৃক্ষ,অগ্নীর ফল।
আমি সেই ফল খাচ্ছি,তবে,তা বদহজম হচ্ছে,
বড় কষ্টে বেঁচে আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।