গান শুধু গান !!! .
.
.
.
যেমন ছিলোঃ
ব্লগ ডে সময়মত শুরু হয়েছিলো, যার জন্য আয়োজকরা ধন্যবাদ পেতেই পারেন। কেন্দ্রীয় গ্রন্থাগারের ছোট্ট অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়েছিলো যা হয়তো আয়োজকরা আশাও করেন নি। তা না হলে এমন স্থান উনারা নির্বাচন করতেন না। দুইজন উপস্থাপকের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়েছিলো। তারপর বিজ্ঞজনেরা শুনিয়েছিলেন অমর বানী, যা তাহারা নিয়মিত শুনিয়েই থাকেন।
সর্বশেষের দিকে উপস্থাপক একে একে উচ্চারন করেছিলেন দশজন বছরের আলোচিত ব্লগারের নাম। যাঁদের অধিকাংশ অনুপস্থিত ছিলেন। ফটোসেশন, তবে পরিকল্পনা ছাড়া।
যেমন হওয়া উচিত ছিলোঃ
কোনো অডিটরিয়ামে না করে মোটামুটি ফাঁকা স্থানে আয়োজন করা উচিত ছিলো। বিজ্ঞ জনের আলোচনায় আগ্রহ ছিলো না কোনো ব্লগারের।
কারন অনেকের প্রথম সাক্ষাত অনেকের অনেকদিন পরের সাক্ষাত তাই নিজেরা আলোচনাতেই বেশি আগ্রহী ছিলেন বেশিরভাগ ব্লগার। যার দরুন অধিকাংশ ব্লগার অডিটরিয়ামের বাইরে আড্ডা মেরেছিলেন। তাই আমি মনে করি বিজ্ঞ জনদের প্রয়োজনীতা কম ব্লগ ডে তে । সব ব্লগারদের মতবিনিময় হলেই বেশি ভালো হতো। আরো ভালো হতো যদি আনন্দ করার বা ছোটখাট ক্রীড়া কিংবা আবৃত্তি কিংবা ব্লগারদের আলোচনা হতো।
খাবার নাস্তা হিসাবে ভালো ছিলো, কৃতজ্ঞতা আয়োজকদের।
ব্লগার নির্বাচন মোটামুটি পারফেক্ট বলা যায়। তবে হাসান মাহবুব এবং রম্যকার দুর্যোধন এর নাম থাকা উচিত ছিলো। কারন তাদের ব্লগের অবদান এবং লেখার মান বিবেচনায়।
এক লক্ষতম ব্লগারকে অভিনন্দিত করার বহুত উপায় ছিলো তাকে দামী উপহার দেওয়াটা আমার কাছে বিনিয়োগের মত মনে হয়েছে।
সর্বোপরি অনুষ্ঠান খারাপ হয়নাই বলা যাই কারন আমি অনুষ্ঠানের কিছু শুনি নাই। বাইরে প্রানবন্ত আড্ডা মেরেছি আর ছবি তুলেছি। হ্যাপি ব্লগ ডে। কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি।
ফুটনোটঃ উপরোক্ত কিছু কথা একান্তই ব্যক্তিগত মতামত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।