প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটগুলো ছাড়া হবে।” এছাড়া বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং দেশ কার্যরত সব ব্যাংকের শাখা থেকে এই নতুন নোট ছাড়া হবে বলে জানান তিনি। নতুন এ সব নোটে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দেশের উল্লেখযোগ্য স্থাপনার ছবি রয়েছে। এর আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।