আমি একটা ব্যপার বুঝতে পারিনা কেন শেখ মুজিবকে জাতির জনক বলা হয়? বাংগালি জাতি আগে থেকেই ছিল। তিনি যে নতুন জাতির জন্ম দিয়েছেন তা হলো-বাংলাদেশী জাতি। অথচ আওয়ামী লীগ বলছে তিনি জাতির জনক এবং তারা বাংগালি জাতীয়তাবাদে বিশ্বাসী! এখানে আরও যে ব্যপারটি দরকারী তা হলো- পশ্চিমবংগের বাংগালিরা কিংবা বিশ্বের অন্যান্য বাংগালিরা তাঁকে "জাতির জনক" হিসেবে স্বীকৃতি দিয়েছে কি না ? কেউ কি এ বিষয়টি আমাকে জানাবেন? আমরা পাসপোর্টে জাতীয়তা হিসেবে লিখি-বাংলাদেশী। আওয়ামী লীগের লোকজন কেন বাংগালি লিখে না? এটা কি ভন্ডামী নয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।