যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই..
যে জাতির অস্তিত্ত ছিলনা সে জাতির জন্ম হবার জন্যইতো ১৯৭১, অন্য কোন প্রশ্নবোধক পরিচয়ে নিজেকে পরিচিত করার জন্য বোধ হয় নয়।
আমার জন্ম এক স্বাধীন বাংলাদেশে, আমি দাসত্ব অথবা দসত্ব মনোবৃত্তি ঘৃণাকরি। আমার বাবা যুদ্ধ করেছিলেন দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার জন্যে, আর আমার দায়িত্ব তা রক্ষা করা।
যদি আমার স্বাধীনতার প্রতি কেউ প্রশ্ন তোলে; জবাব দেবার আধিকার আছে আমার, তোমার এবং সকলের....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।