বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ইটালির রাষ্ট্রদূত এই ঘটনার জন্য দু:খ প্রকাশ ক'রে বলেন, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমরা কাজ করছি৷ ইটালির জাহাজটি নিজে থেকেই কোচি বন্দরে যায় যাতে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা তাঁদের বক্তব্য জানাতে পারে৷ তাঁদের বক্তব্য, তাঁরা ঐ মাছ ধরার বোটখানাকে জলদস্যুদের বলে ভুল করেছিল৷ ভারতীয় কর্তৃপক্ষ একথা মানতে নারাজ৷ ঐ নৌকার জীবিত অন্য ৯জন নাবিক বলেন, পূর্ব-সতর্কতা ছাড়াই তাঁদের ওপর গুলি চালানো হয়৷ জাহাজটি তখন ভারতীয় সমুদ্রসীমাতেই ছিল৷ উপকূল রক্ষী বাহিনীই জাহাজটিকে আটক ক'রে কোচি বন্দরে নিয়ে আসে৷ জাহাজের কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে৷ হত্যার মামলা দায়ের করা হবে৷ !!! ালার ভাই বাংলাদেশ,,, এমন একটা দেশ, নিজ দেশের সীমানার ভিতর ভারত শক্তিদেখিয়া হত্যা লুন্ঠন , এমনকি ধরে নিয়ে যায় !!!!!! বাংলাদেশের ালের সরকার , ালের নাগরিক ভোট দেয়. াল সরকার বানায় প্রতি ৫ বছর,, এদের ালের বিডিআর নাকি বিজিবি আঙুল চোষে !!! আর পররাষ্ট্রমন্ত্রী দিপি নাম্বার টু মন্ত্রী বইষা লেবেন চুষ খেলৈ বলে, সব ঠিক আছে .......... ভুদাই গুলিরে এমনে মন্ত্রী বানায় ! ২টা মানুষ খালি খাইছে ভুল বশত হোক আর না হোক, . ধইরা নিলাম ভুল বশতই এতে ভারতের খিচুনী উঠছৈ । আর বাংলাদেশে াত মারে বইসা , বইসা . বিজিবিরে সীমান্তে প্রহরী করছে নাকি ঘুমাইতে দিছৈ । বুঝলাম ভারতীয়রা তাদের এলাকাতে ঢুকলে ইচ্ছা করে বাংলাদেশী হত্যা করে, এখানে বাংলাদেশ কিছু করতে পারল না, কিন্তু ালার যখন ভারতীয় বি এস এফ বাংলাদেশের ভূ খন্ডে 'ঢুকে মাস্তানী করে, তখন ......... মেজাজটা আউলাইয়অ গিয়অা, থাবড়াইতে মনে চায় । সূত্র : Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।