অফিস থাইক্কা গরমে ঘামতে ঘামতে বাসায় আইলাম। একটু ঠান্ডা হইয়া ভাবলাম ্যে গোসল করি। গেলাম বাথরুমএ। মাথায় শেম্পু লাগাইয়া ্যেইনা ঝরনা ছারছি দেখি পানি গায়েব। বাথরুম থাইক্কা বাহির হইয়া কইলাম পানি ছারতে। পানি ছারতে না ছারতে দেখি কারেন্ট বাবাজিও গায়েব । এখন মাথায় শেম্পু লইয়া ব্লগাইতাছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।