মেজাজ হারিয়ে ফেলাটা কি রোগ? সারা বছরে একদিন দুদিন হলে? রাতে না ঘুমালে কি মেজাজ হারিয়ে যায়? কোথায় হারায়? প্রাণায়াম করে কি মেজাজ শান্ত রাখা যায়? সেনানীরা কি যুদ্ধে মেজাজ না হারিয়েই শত্র“কে গুলি করে? ভেতরে মেজাজ গরম হয়ে গেলেও কি উপরে হাসি হাসি মুখ করে রাখাটা ভদ্রতা? লোকসমক্ষে মেজাজ হারিয়ে চিৎকার কার কি ছোটলোকের লক্ষণ? কেন মেজাজ হারায়? পৃথিবীতে সকল রোগের মেজাজ তো একরকমের নয়। ঠিক কতরকমের মেজাজি লোক রয়েছে? রগচটা লোকের শ্রেণিবিভাগ করা হয়েছে কোনও গবেষণায়? যারা কখনও উঁচুগ্রামে কথা বলে না, সর্বদা মাথা ঠাণ্ডা রাখে, সর্বদাই একটা হাসি ঝুলিয়ে রাখে ঠোঁটের কোনে, তারাই কি মহাপুরুষ? মেজাজ হারিয়ে একটা মানুষ ঠিক কী কী আচরণ করতে পারে? মানুষ ছাড়া আর কোন্ কোন্ প্রাণীর মেজাজ নিয়ন্ত্রণের চেষ্টা আছে? কবিদের মেজাজ হারানোটা কি কবিত্বশক্তির ঊণতার লক্ষণ? যেসকল কবি চটে গেলে অবিশ্রাম অশ্লীল গালিগালাজ করে, তিনি কি ভালো লিখলেও কবি নন? কবিরা কি কলার খোসায় পা দেন? না, মানে একেবারে ভুলক্রমে। যদি পা পড়ে, পিছলে পড়ে যান, তখনও তাদের মাথা ঠাণ্ডা রেখে মাথার মধ্যে তৈরি করতে থাকা কবিতায় মগজনিবেশ করতে পারেন? যদি পারেন, তবে কি তিনি দেশও চালাতে পারবেন? মন্ত্রিসভার সকল সদস্য কবি হলে কি গ্যাসের দাম বাড়বে না? যদি না বাড়ে তবে কি প্ল্যাটোকে কবর থেকে তুলে পেটানো যাবে? যদি কবিসরকার সেটা করার ব্যবস্থা করেন, তবে কি বলতে হবে সে সরকার মেজাজ হারিয়েছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।