আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজ খুব খারাপ......

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

প্রচন্ড মেজাজ খারাপ লাগছে। গতকাল টিভিতে খবরে দেখলাম আমাদের দেশের আরো অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ ফ্রান্সে প্রদর্শনীর নামে পাচার করা হয়েছে গতকাল। ঘটনাটি যেন বেশী মানুষ না জানে, সেজন্য পাচার এর কাজটা ঈদের দিন করা হয়েছে। কিন্তু ঘটনাটি চাপা থাকেনি। সংস্কৃতিমনা মানুষরা জাতীয় যাদুঘরের সামনে বিক্ষোভ করেছেন। কিন্তু তাদের প্রতিবাদে কোন ফল হয়নি। সম্পদগুলো ইতিমধ্যে পাচার হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সরকার দেশের মূল্যবান সম্পদ প্রদর্শনীর নামে ফ্রান্সে পাঠানোর এমন হঠকারী সিদ্ধান্ত কেন নিল? তারা দেশ নিয়ে আবার এ কোন নতুন খেলায় মেতে উঠেছে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।