আমাদের কথা খুঁজে নিন

   

চিটাগং বাটালি হিল

সৌন্দর্যও যে মানুষের জীবনের ত্রাস হতে পারে তার প্রমাণ আমরা অনেক পেয়েছি। সুনামির উৎপত্তি মহাসাগরে। কিভাবে শ্রীলংকা,ইন্দনেসিয়া প্রলয়ঙ্করি সুনামির তরে ভেসে গেল তা আমরা শুনেছি,দেখেছি। তেমনি বাংলাদেশ এর উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লন পটুয়াখালি,নিঝুম দ্বীপ,সুন্দরবনকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কেড়ে নিয়েছে হাজার প্রাণ।

তেমনি চট্টগ্রাম এর বাটালি হিল । অপূর্ব সৃষ্টি । তাও কিছু দিন পর পর পাহাড়ি ধ্বস আর মানুষের আহাজারি। সেই বাটালি হিল থেকে ঘুরে এলাম। চট্টগ্রাম শহরের টাইগার পাস ক্রসিং থেকে এক কিলোমিটার দূরত্বে এর অবস্থান।

এটি পাহাড়তলি থানার অন্তর্ভুক্ত। বাটালি হিল এর উচ্চতা ২৮০ ফীট। এটি চট্টগ্রাম শহরের সর্বচ্চ পাহাড়। এর চূড়া থেকে চট্টগ্রাম শহরটি পুরপুরি দেখা যায়। অপরিকল্পিত ভাবে পাহাড় কাটার কারণে প্রায়ই ভূমিধ্বস হয় এখানে।

২০০৭ এর জুনে পাহাড় ধ্বস এ ১২৮ জন মানুষ মারা যায় এখানে। ২০১১ এর জুলাই এ অনেক মানুষ হতাহত হয়। ১৭টি দেহ উদ্ধার হয়। এই হতাহত এর জন্যে আমাদের মত কিছু মানুষ ই দায়ী। যাদের লোভের বলী এই সাধারন মানুষ।

সুযোগ পেলে একবার ঘুরে আসুন এখান থেকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.