আমাদের কথা খুঁজে নিন

   

স্কুল শিক্ষক মুক্তিযোদ্ধা মোঃ সহিদ উল্লার চিকিৎসার্থে সাহায্যের অবেদন

দেশ ২৪ ডট কম রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিৰক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদ উলস্না (৬৫) সমপ্রতি হার্টের সমস্যায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি প্রথমে তাকে চাঁদপুর আল-আমিন হাসপাতালে ও পরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসক ডাঃ এম আক্তার আলীর পরামর্শ মতে জরুরি ভিত্তিতে তার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। এতে ব্যয় হবে ৭ লক্ষাধিক টাকা। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়।

তাকে সহায়তার হাত বাড়াতে সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও হৃদয়বান মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হযেছে। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ মোঃ ইউছুফ আলী (ভাই), অগ্রণী ব্যাংক রূপসা শাখা, সঞ্চয়ী হিসাব নং- ১৬৮৮০, ফরিদগঞ্জ, চাঁদপুর। তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ইউছুফ আলী এ প্রতিনিধিকে জানান, আমরা ২নং সেক্টরের অধীনে ভারতের ওমপি নগরীতে ট্রেনিং সেন্টারে একত্রে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংগ্রহণ ও পরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি। সহিদের স্ত্রী দীর্ঘ ২০ বছর যাবৎ মানসিক রোগে ভুগছে। পরিবারের ছেলেমেয়েদের প্রতিপালনের ও দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা সহিদ নিজেই করতেন।

এখন সে নিজেই মুমূর্ষু অবস্থায়। তাই এ মুক্তিযোদ্ধার চিকিৎসায় সাহায্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছে তার পরিবারবর্গ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.