আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্কুল : অক্সফোর্ড মিশন হাই স্কুল

মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
কিছু দিন যাবত ভাবছিলাম ব্লগে আমার স্কুল নিয়ে লিখবো। আমি পড়াশুনা শুরু করেছি অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলে। প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত। সে স্কুল বিষয়ে আমি আর একদিন বলবো। এখন বলবো অক্সফোর্ড মিশন হাই স্কুল নিয়ে, যে স্কুলে আমি পড়েছি ষষ্ঠ খেকে দশম শ্রেনী পর্যন্ত।

অক্সফোর্ড মিশন হাই স্কুল, বরিশাল। স্হাপিত হয় ১৯০০ সালে ব্রিটিশ খ্রীস্টান মিশনারীদের দ্বারা। উদ্দেশ্য ছিলো পিছিয়ে থাকা দক্ষিন অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নত করা। প্রথম দিকে ব্রিটিশ ফাদাররা স্কুলটি চালাতেন পরবর্তীতে কিছু ফাদারের মৃত্যুবরন আর কিছু ফাদার তাদের দেশে ফিরে যাবার পরে শিক্ষিত বাঙ্গালীরা স্কুলের পরিচালানায় আসেন যাদের বেশির ভাগই এই স্কুল থেকে বের হওয়া শিক্ষিত ছাত্রছাত্রী। এ স্কুলে বর্তমানে ৫০০ র মতো বিদ্যার্থী লেখাপড়া করছে।

এটা হলো স্কুলঘর, যার বেশির ভাগ পাকা বিল্ডিং এর উপর টিন শেডেড। দূর থেকে পুরো স্কুল কম্পাউন্ড, ডানদিকের হলুদ লাল বিল্ডিং হলো সায়েন্স ল্যাব (পদার্থ, রসায়ন, জীব, কম্পিউটার ডিপার্টমেন্ট ) বিল্ডিং যা ৯০ এর দশকে নতুন তৈরী করা হয়েছে। স্কুল গেট দিয়ে ঢুকতেই শান বাঁধানো বিশাল পুকুর। এখানেই বিভাগীয় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এটি হলো আমাদের স্কুলের হল ঘর।

স্কুলের সাথেই এপিফানী গীর্জা, এটি দেড়শো বছরেরও বেশি পুরাতন এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একতলা গীর্জাঘর। স্কুলের সাথেই বয়েজ হোস্টেল একটু ভিতরে গার্লস হোস্টেল ফাদারস' হাউস। যেখানে বিদেশী ফাদার ও ব্রাদাররা থাকতেন। মাদারস' হাউস। যেখানে বিদেশী মাদার ও সিস্টারগন থাকতেন।

স্কুলে প্রতিবছর একটি বিশেষ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্ট্রং এবং ডগলাস নামে দুটি টিমের মাঝে খেলা হয়। ফাদার স্ট্রং এবং ফাদার ডগলাসের স্মৃতির প্রতি স্বরন করে এই ঐতিহ্যবাহী ম্যাচ অনুষ্ঠিত হয়। এগুলো হলো এবছর একুশে ফেব্রুয়ারীতে আমার স্কুলের অনুষ্ঠানে আমার তোলা কিছু ছবি। শেষের ছবিটিতে দেখা যাচ্ছে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে প্রকাশিত আমাদের দেয়ালিকা "উদ্দীপন"।

আমার উদ্যোগে করা ফেসবুকে স্কুলের একটি গ্রুপ খোলা হয়েছে। ইচ্ছে করলে যে কেউ সেখানে গিয়ে দেখতে পারেন। Oxford Mission High School Student Group নীল বর্ডার দেয়া অক্সফোর্ড মিশন এরিয়া। গুগল ম্যাপে এখানে গিয়ে দেখতে পারেন।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.