বলতে বলতে সবই বলা শেষ তবু... বিদেশী হ্যাকারদের তৈরি কিছুু ইনজেকসন টুলস ব্যবহার করে ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করে নিজেদের মেধা'র পরিচয় দেয়া কি বুদ্ধিহীনতার পরিচয় নয়? এই কথা বলতে গেলে কারো গলায় জুতার মালা ইম্পোজ, কাউকে ভারতীয় দালাল ইত্যাদি আখ্যা। বাহ বাহ রাজাকারে ভরে গেল দেশটা। এই জন্যই কি বাপ-দাদারা যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে? না দেশটাকে আফগানিস্তান বানানোর জন্য? যারা ইন্ডিয়ান ১টাকার পণ্য দেশে এনে ১০ টাকা বিক্রি করে বা ঘুষের জন্য ফাইল ছাড়ে না, ঢাকার রাস্তাটাকে যারা দোজক খানা বানায় তারাই বোধ হয় ভাল মানুষ, সত্যিকার দেশপ্রেমী! কি বিচিত্র এই দেশের নব্য শিক্ষিত কিছু ইসলামী চিন্তাবীদ মানুষ। সেলাম। চালিয়ে যাও... সত্যের জয় আজ না হলেও একদিন হবে... সেদিন দেখেেব তোমরা পিছিয়ে রয়েছো লক্ষ মাইল দূরে। --মেধার পরিচয় তখনই যখন আপনিও মননশীল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।